promotional_ad

টেস্ট র‍্যাঙ্কিংয়ে রুট-স্মিথের উন্নতি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

র‍্যাঙ্কিংয়ে সেরা পাঁচে ব্রেসওয়েল, সিয়ার্সের লম্বা লাফ

৯ এপ্রিল ২৫
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে বেন সিয়ার্স

জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে অ্যাশেজ। ৫ ম্যাচের সিরিজ ড্র হয়েছে ২-২ ব্যবধানে। অ্যাশেজের পারফরম্যান্স বড় ছাপ রেখেছে আইসিসির প্রকাশিত হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে। অ্যাশেজে দারুণ ব্যাটিং করে দুই নম্বরে উঠে এসেছে ইংলিশ ব্যাটার জো রুট।


৫ ম্যাচে ৯ ইনিংসে ব্যাট করে ৪১২ রান করে এক ধাপ এগিয়েছেন রুট। এদিকে দুই ধাপ এগিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভেন স্মিথ। তিনি এখন তিন নম্বরে অবস্থান করছেন। ২ ধাপ এগিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজমও। তিনি আছেন চারে। 


promotional_ad

অ্যাশেজের শেষ টেস্টে ইংল্যান্ড জিতেছে ৪৯ রানে। আর তাতেই সমতায় সিরিজ শেষ করতে পেরেছে ইংলিশরা। এই ম্যাচে ৯১ রানের ইনিংস খেলেছেন রুট। টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন কিউই ব্যাটার কেন উইলিয়ামসন। তিনি রুটের চেয়ে এগিয়ে আছেন ২৪ পয়েন্টে।


আরো পড়ুন

২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা পুকোভস্কি

৮ এপ্রিল ২৫
২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা উইল পুকোভস্কি, ফাইল ফটো

স্মিথও এবারের অ্যাশেজে দারুণ ফর্মে ছিলেন। শেষ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৭১ ও ৫৪ রানের দুটি ইনিংস। এই রানের সুবাদেই দুই ধাপ এগিয়েছেন তিনি। এদিকে বাবর শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজের শেষ টেস্টে ৩৯ রান করেছেন। অবশ্য ওভালে শেষ টেস্টে ৯ ও ১৩ রানের ইনিংস খেলে তিন ধাপ নিচে নেমেছেন মার্নাস ল্যাবুশেন। তার অবস্থান ৫ নম্বরে।


বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। অ্যাশেজ দিয়ে ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানানো স্টুয়ার্ট ব্রড দুই ধাপ এগিয়েছেন। এই ইংলিশ পেসার চার নম্বরে উঠে এসেছেন। উন্নতি হয়েছে মার্ক উড ও ক্রিস ওকসেরও।


উড ১ ধাপ এগিয়ে ২১ ও ওকস ৭ ধাপ এগিয়ে ২৩ নম্বরে অবস্থান করছেন। এ ছাড়া পাকিস্তানের পেসার নাসিম শাহ ৭ ধাপ এগিয়ে ৩৭ নম্বরে উঠে এসেছেন। শেষ টেস্টে ৭ উইকেট নিয়ে ১৩ ধাপ এগিয়েছেন নোমান আলী। তিনি আছেন ৪২ নম্বরে। টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball