ভারত বিশ্বের সবচেয়ে পরিশ্রমী দল: অশ্বিন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের চাকরি হারিয়ে কলকাতায় অভিষেক নায়ার
১৯ এপ্রিল ২৫
সর্বশেষ ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছিল ভারত। এরপর এক দশক ধরে বৈশ্বিক শিরোপা জয়ের স্বাদ পায়নি দলটি। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২১ ও ২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেললেও শিরোপা ধরা দেয়নি ভারতের হাতে।
এবার ঘরের মাঠে বিশ্বকাপ দিয়ে শিরোপা খরা ঘুচাতে চাইবে ভারত। আগামী অক্টোবরে ভারতেই বসছে ওয়ানডে বিশ্বকাপ। এই টুর্নামেন্টকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত রোহিত শর্মার দল। ঘরের মাঠ হওয়ায় এমনিতেই বাড়তি চাপে থাকবে ভারত। তবুও দলকে ইতিবাচক থাকার পরামর্শ দিয়েছেন ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন।

এমনকি ভারতীয় দলকে বিশ্বের অন্যতম পরিশ্রমী দল হিসেবেও আখ্যা দিয়েছেন তিনি। বিশ্বকাপে ভালো করতে নির্দিষ্ট দিনে ভালো খেলার বিকল্প দেখছেন না এই ভারতীয় ক্রিকেটার। ভারত ভালো দল না হয়েও আইসিসির প্রায় প্রতিটি শীর্ষ টুর্নামেন্টে সেমিফাইনাল খেলেছে। এটাকেই অনুপ্রেরণা হিসেবে নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট
৬ ফেব্রুয়ারি ২৫
এ প্রসঙ্গে অশ্বিন বলেন, 'সব দলই এখানে আসে টুর্নামেন্ট জিততে। আমরা যদি বিশ্বকাপ জিততে না পারি তবুও আমরা এগিয়ে যাবো। যদি জিতি তাহলে তাদের প্রশংসা করতে হবে। আমি শুধু বলবো যখন আমরা ২০২৩ বিশ্বকাপে মাঠে নামব আমাদের দলকে পুরো ইতিবাচক থাকতে দিন। বিশ্বকাপ জেতা সহজ কাজ নয়। আমরা প্রত্যেকেই নিজের দিক থেকে রাজা। এটা সহজ নয়। আমরা প্রায় প্রতিটি বড় টুর্নামেন্টেই সেমিফাইনালে খেলেছি। যখন আমরা এতো ভালো ছিলাম না তখনও।'
সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে বিরাট কোহলি-হার্দিক পান্ডিয়াদের অনুশীলনের চিত্র প্রায়ই প্রকাশ্যে চলে আসে। নিজেদের পারফরম্যান্সের সেরাটা বের করে আনতে অনুশীলনে কঠোর পরিশ্রম করেন তারা। সেটা কারো অজানা নেই। তাই ভারতীয় ক্রিকেটারদের নিবেদন নিয়ে কোনো প্রশ্ন থাকা উচিত না বলেও মনে করেন অশ্বিন।
সতীর্থদের পাশে দাঁড়িয়ে অশ্বিন বলেছেন, 'নির্দিষ্ট দিনে আমাদের ভালো খেলার জন্য কী করা প্রয়োজন? আমাদের অনেক অনেক ইতিবাচক থাকা উচিত। তাদের মনে হওয়া উচিত আমাদের পেছনে সমর্থকরা আছে। নির্দিষ্ট দিনে তাদের সক্ষমতা কাজে লাগাতে হবে। আপনি ভারতের মতো পরিশ্রমী দল আর একটাও পাবেন না বিশ্বে। অনুশীলন সেশনে, জিমে এবং আরও অনেক কিছুতে তারা কতটা পরিশ্রম করে সেটা আপনাদের দেখা উচিত।'