বিশ্বকাপ দলে জায়গা না পেলে আমার কিছু করার নেই: শার্দুল

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলে দল না পেয়ে ইংল্যান্ডে যেতে চেয়েছিলেন শার্দুল
২৮ মার্চ ২৫
বছর দুয়েক ধরেই ওয়ানডে দলের সঙ্গে আছেন শার্দুল ঠাকুর। প্রায় নিয়মিতই একাদশে সুযোগ পেয়েছেন ৩১ বছর বয়সি এই অলরাউন্ডার। তবে হার্দিক পুরোপুরি সুস্থ হয়ে দলে ফেরায় বিশ্বকাপ দলে এখনও নিশ্চিত নয় শার্দুলের জায়গা। যদিও এসব নিয়ে একদমই ভাবছেন না তিনি।
বাংলাদেশের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও সবকটি ম্যাচই খেলেছেন শার্দুল। তবে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ম্যাচের বেশি সুযোগ পাননি তিনি। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছেন তিনটিতেই। এমনকি প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ে প্রমোশনও পেয়েছিলেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
যদিও সেটা কাজে লাগাতে পারেননি তিনি। তবে পুরো সিরিজে বল হাতে দুর্দান্ত ছিলেন শার্দুল। ১১.৬২ গড়ে সিরিজের সবচেয়ে বেশি ৮ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার। সামগ্রিকভাবে ওয়ানডে ক্রিকেটে তার পরিসংখ্যানও একেবারে খারাপ নয়। ৩৮ ওয়ানডেতে এখন পর্যন্ত ৫৮ উইকেট তুলেছেন নিজের ঝুলিতে।

ব্যাট হাতেও পরিসংখ্যানটা পক্ষেই কথা বলছে, ২৩ ইনিংসে ১৮.৫২ গড়ে করেছেন ৩১৫ রান। এদিকে ২০২২ সালে ২২ এবং চলমান বছরে ১৪ উইকেট নিয়েছেন তিনি। ব্যাটে-বলে অবদান রাখার সক্ষমতা থাকায় বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার দৌড়ে নিশ্চিতভাবেই আছেন শার্দুল। যদিও এসব একেবারেই ভাবছেন না তিনি।
ভারতের চাকরি হারিয়ে কলকাতায় অভিষেক নায়ার
১৯ এপ্রিল ২৫
টিম ম্যানেজমেন্টের উপর ছেড়ে দিয়ে শার্দুল বলেন, ‘যদি তারা (টিম ম্যানেজমেন্ট) আমাকে বিশ্বকাপের জন্য বাছাই না করে, এটা তাদের সিদ্ধান্ত হবে। আমি কিছুই করতে পারব না। এটা চিন্তা করাও ভুল হবে, আমাকে দলে জায়গা পাওয়ার জন্য খেলতে হবে।’
‘আমি আমার কাজ চালিয়ে যাব। আমাকে দেখতে হবে ম্যাচের পরিস্থিতি কি এবং দলের প্রয়োজনীয়তা কি, নিজের ব্যক্তিগত সাফল্য পাব কি না। আমি এটাই পুনরাবৃত্তি করে যাবো। যাই হোক না কেন, আমি দলের হয়ে খেলতে এবং ভূমিকা রাখার চেষ্টা করব।’
অলরাউন্ডারদের কাছে থেকে ব্যাটিং কিংবা বোলিং দুই বিভাগেই দারুণ একটা পারফরম্যান্স প্রত্যাশা করে দলগুলো। লোয়ার অর্ডারে খেললে সেখানে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। বড় রান তাড়ায় ৮ কিংবা ৯ নম্বরে থাকা ক্রিকেটারদের অবদানটা যে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে সেটাই মনে করিয়ে দিয়েছেন তিনি।
শার্দুল বলেন, ‘একজন অলরাউন্ডার হিসেবে যে লোয়ার অর্ডারে ব্যাট করে, সেখানে আমার ভূমিকাও গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি বড় লক্ষ্য তারা করতে কিংবা দলের স্কোরে বড় সংগ্রহ দাঁড় করাতে হলে আপনি যে কোনও জায়গায় উইকেট হারাতে পারেন। সেক্ষেত্রে ৮ কিংবা ৯ নম্বর পজিশনে (ব্যাট হাতে) অবদান রাখতে পারে, সেই ভূমিকাটি সত্যিই গুরুত্বপূর্ণ।’