বল পরিবর্তন ফলাফলে প্রভাব ফেলেছে, বলছেন ম্যাকডোনাল্ড

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা পুকোভস্কি
৮ এপ্রিল ২৫
অ্যাশেজ শেষ হয়ে গেলেও বল পরিবর্তন নিয়ে আলোচনা-সমালোচনা এখন অবদি শেষ হয়নি। উসমান খাওয়াজা থেকে রিকি পন্টিং সবাই বল পরিবর্তনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলছেন , বল পরিবর্তন কিনা ওভাল টেস্টের ফলাফলেই ব্যাপকভ??বে প্রভাব রেখেছে।
ঘটনাটি ঘটে চতুর্থ দিনের শেষ বিকেলে ৩৭তম ওভারে। মার্ক উডের বাউন্সার গিয়ে সরাসরি আঘাত হানে উসমান খাওয়াজার হেলমেটের ঠিক পেছনের অংশে। বল খানিকটা বিকৃত হয়ে যাওয়ায় বাধ্য হয়েই বলটি পরিববর্তন করেন দুই অনফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনা ও জোয়েল উইলসন।
পুরাতন বল পরিবর্তন করে তুলনামূলক চকচকে বল উডের হাতে তুলে দেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবিও উঠে আসায় যেখানে পার্থক্য অনেকটাই স্পষ্ট। বল খানিকটা নতুন হয় বাড়তি সুইং আর সিম মুভমেন্ট পেয়েছেন ইংলিশ পেসাররা।

সেই বল থেকে ইংল্যান্ড যে বাড়তি সুবিধা পেয়েছে সেটা বোঝা গেছে পরেরদিন সকালে। উদ্বোধনী জুটিতে শতরান তোলা অস্ট্রেলিয়া শেষদিনের শুরুতে মাত্র ২৯ রানের ব্যবধানে ৩ উইকেট হারায়। শুধু তাই নয় ক্রিকেটডটকমডটএইউ জানিয়েছে, বল পরিবর্তনের আগে অস্ট্রেলিয়ার ব্যাটাররা মাত্র ১৬ শতাংশ ফলস শট খেলেছে।
বল পরিবর্তনের পরের ১০ ওভারে যা ৫০ শতাংশে পৌঁছায়। ফলাফলে প্রভাব পড়লেও অস্ট্রেলিয়ার প্রধান কোচ মনে করেন, স্টিভ স্মিথ, মার্নাস ল্যাবুশেনদের সেটা সামলানো উচিত ছিল। সেই সঙ্গে ম্যাকডোনাল্ড জানিয়েছেন, একটি সিদ্ধান্তে এভাবে ম্যাচের ফলাফল পরিবর্তন হতে দেখেননি তিনি।
ম্যাকডোনাল্ড বলেন, ‘আমি কখনই দেখিনি একটি সিদ্ধান্তের কারণে নাটকীয়ভাবে ট্যাকটিক্স বদলে যায়। ক্যাচের ক্ষেত্রে বলুন, উইকেটের পেছনের কথা বলুন, এখানে কোন সন্দেহ নেই যে ম্যাচের পরিস্থিতি কিছুটা বদলে গেছে। খেলার মাঝেও কিছু বদল এসেছিল।’
‘ইংল্যান্ড যেভাবে এটা করেছে তাতে আমি এটা বলব যে বল পরিবর্তন কৌশলের উপর বড় ধরনের প্রভাব রেখেছে। কিন্তু এটাও বলছি যে আমার মনে হয় আমাদের সেটা সামলানো উচিত ছিল।’
বল পরিবর্তন নিয়ে বেজায় চটেছেন পন্টিং। আইসিসির এলিট প্যানেলের অভিজ্ঞ দুই আম্পায়ারের এমন কাণ্ডে হতবাক হয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক। দুই বলের মাঝে খানিকটা পার্থক্য থাকায় বল পরিবর্তনের বিষয়টির তদন্ত চেয়েছেন তিনি।
স্কাই স্পোর্টসকে পন্টিং বলেন, ‘আমি বুঝেই উঠতে পারছি না, দুজন আন্তর্জাতিক আম্পায়ার, যাঁরা এর আগে অনেকবার এ কাজ করেছেন, তাঁরা এমন ভুল কীভাবে করেন। এটা এ ম্যাচে বিশাল একটি মুহূর্ত। আমার মনে হয়, এটি খতিয়ে দেখা উচিত। বক্সে কাছাকাছি কন্ডিশনের বল ছিল কি না, নাকি আম্পায়াররা যেকোনো একটা তুলে নিয়ে ভেবেছেন যে তাতেই চলবে।’