কোহলি-রোহিতকে ছাড়াই দাপুটে ব্যাটিংয়ে ভারতের সিরিজ জয়

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপ না খেলার গুঞ্জন উড়িয়ে দিল ভারত
১৯ মে ২৫
রোহিত শর্মা-বিরাট কোহলিদের ছাড়া খেলতে নেমে আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল ভারত। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের যে অবস্থা তাতে বড় চিন্তার ভাঁজই পড়ার কথা ভারতের কপালে। তবে সেই চিন্তা কেটেছে পরের ম্যাচেই। এদিনও কোহলি-রোহিতকে ছাড়াই খেলতে নেমেছিল সফরকারীরা। এবার অবশ্য বিপাকে পড়তে হয়নি তাদের।
ইশান কিশান ও শুভমান গিলের শতরানের জুটির পর ভারতকে স্বস্তি দিয়েছে ভারপ্রাপ্ত অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও সাঞ্জু স্যামসনের হাফ সেঞ্চুরি। ৩৫২ রানের বড় লক্ষ্য তাড়ায় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের লাগাম টেনে ধরেন মুকেশ কুমার ও শার্দুল ঠাকুর। তাতে মাত্র ১৫১ রানেই গুটিয়ে যায় ক্যারিবীয়রা। ২০০ রানের জয়ে সিরিজ নিজেদের করে নিল ভারত।

ত্রিনিদানের বায়ার্ন লারা স্টেডিয়ামে জয়ের জন্য ৩৫২ রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ইশানের গ্লাভসে ক্যাচ বানিয়ে ব্রেন্ডন কিংকে ফিরিয়েছেন মুকেশ। আরেক ওপেনার কাইল মেয়ার্স খেলেছেন মোটে ১০ বল। মুকেশের অফ স্টাম্পের বাইরের লেংথ ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরেছেন ৪ রান করে।
৮ ছক্কায় ১৬ বলে হাফ সেঞ্চুরি করে ডি ভিলিয়ার্সের পাশে ফোর্ড
১৩ ঘন্টা আগে
চারে নামা শাই হোপ করতে পেরেছেন ৯ বলে ৫ রান। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ককেও ফিরিয়েছেন মুকেশ। মাত্র ১৭ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকরা। সেখান থেকে দলকে টেনে তুলতে পারেননি অ্যালিক আথানাজ ও কেচি কার্টিরা। শিমরন হেটমায়ার, রোমারিও শেফার্ড ও কার্টিদের বিদায়ে ৫০ রানে ৬ উইকেট হারায় তারা।
টেলএন্ডারদের কল্যাণে কেবল হারের ব্যবধানই কমিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ দিকে ইয়ানিক কারিয়াহ ১৯, আলজারি জোসেফ ২৯ এবং গুড়াকেশ মোতি করেছেন ৩৪ রান। তবুও ১৫১ রানে থামতে হয় তাদের। ভারতের হয়ে শার্দুল চারটি, মুকেশ তিনটি এবং স্পিনার কুলদীপ যাদব নিয়েছেন দুটি উইকেট।
এর আগে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ৩৫১ রান তোলে ভারত। সফরকারীদের হয়ে গিল ৮৫, ইশান ৭৭, হার্দিক অপরাজিত ৭০ এবং স্যামসন করেছেন ৫১ রান। ব্যাট হাতে এদিনও প্রত্যাশিত সাফল্য পাননি সূর্যকুমার যাদব। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি উইকেট নেন শেফার্ড।