promotional_ad

লিটনের হাফ সেঞ্চুরিতে ৬ উইকেটে জিতল জাগুয়ার্স

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পিএসএল থেকে কিছুই আনতে পারিনি, পাওয়ার চেয়ে হারালাম বেশি: লিটন

১৩ এপ্রিল ২৫
লিটন দাস, ক্রিকফ্রেঞ্জি

গ্লোবাল টি-টোয়েন্টি ক্রিকেটে কোনভাবেই যেন মেলে ধরতে পারছিলেন না লিটন দাস। বেশ কয়েক ম্যাচ ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি তিনি। কিছু ম্যাচে স্ট্রাইক রেট প্রত্যাশা মেটাতে পারেনি একবারেই। অবশেষে হেসেছে লিটনের ব্যাট। ব্রাম্পটন উলসভের বিপক্ষে ৫৯ রানের ইনিংস খেলেছেন তিনি। লিটনের হাফ সেঞ্চুরিতে শেষ পর্যন্ত ৬ উইকেটের জয় পেয়েছে সারে জাগুয়ার্স।


ব্রাম্পটনে জয়ের জন্য ১২৯ রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি জাগুয়ার্স। ইনিংসের তৃতীয় ওভারেই উইকেট হারায় তারা। টিম সাউদির শর্ট লেংথ ডেলিভারিতে হুক করতে গিয়ে টপ এজ হয়ে উসমান খানের হাতে ক্যাচ দেন জাতিন্দার সিং। ওমানের এই ব্যাটার আউট হয়েছেন ৬ বলে ৫ রান করে।


বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার মোহাম্মদ হারিস। ক্রিস গ্রিনের অফ স্টাম্পের বাইরের বলে লেগ সাইডে পুশ করে এক রান নিতে চেয়েছিলেন পাকিস্তানের এই ক্রিকেটার। তবে টপ এজ হয়ে ফিরে যেতে হয় কলিন ডি গ্র্যান্ডহোমের হাতে ক্যাচ দিয়ে। হারিসের ব্যাট থেকে এসেছে ৯ রান।


promotional_ad

চারে নেমে প্রথম বলেই আউট হয়েছেন পারগাত সিং। লগান ফন বিকের অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা ডেলিভারিতে লেগ বিফোর উইকেট হয়েছেন তিনি। ফিরে যেতে হয় শূন্য রানেই। এরপর পাঁচে নামা ইফতিখারকে সঙ্গে নিয়ে দারুণ এক জুটি গড়ে তোলেন লিটন।


সুযোগ পেলেও এতদিন নিজেকে সেভাবে মেলে ধরতে পারছিলেন না বাংলাদেশের এই ক্রিকেটার। তবে ব্রাম্পটনের বিপক্ষে হেসেছে তার ব্যাট। দারুণ ব্যাটিংয়ে ৪০ বলে হাফ সেঞ্চুরি ছুঁয়েছেন লিটন। যদিও পঞ্চাশ ছোঁয়ার আগে ব্যক্তিগত ৪৪ ও ৪৬ রানে জীবন পেয়েছেন ডানহাতি এই ব্যাটার।


লিটনকে দারুণভাবে সঙ্গ দিয়েছেন ইফতিখার। লিটনের সঙ্গে গড়েছেন ৯৯ রানের দুর্দান্ত জুটি। এদিকে হাফ সেঞ্চুরির বেশিক্ষণ টিকতে পারেননি লিটন। শহিদ আহমদজাইয়ের লেগ স্টাম্পের বলে একটু জায়গা করে লেট কাট করতে গিয়ে জনসনের হাতে ধরা পড়েন তিনি। আউট হয়েছেন ৪৫ বলে ৫৯ রানের ইনিংস খেলে।


ফেরার আগে অবশ্য জাগুয়ার্সের জয়ের ভিত গড়ে দেন লিটন। শেষ পর্যন্ত জাগুয়ার্সের জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন ইফতিখার। পাকিস্তান অভিজ্ঞ এই ক্রিকেটার অপরাজিত ছিলেন ২ ছক্কা ও এক চারে ৩৮ রানের ইনিংস খেলে। ব্রাম্পটনের হয়ে একটি করে উইকেট নিয়েছেন সাউদি, ফন বিক, গ্রিন ও আহমদজাই।


এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৮ রান তুলে ব্রাম্পটন। দলটির হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেছেন গ্র্যান্ডহোম। এ ছাড়া ১৪ রান করে এসেছে অ্যারন জনসন, মার্ক চ্যাপম্যান এবং নীতিশ কুমারের ব্যাট থেকে। জাগুয়ার্সের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন আমার খালিদ, ম্যাথু ফোর্ড ও আয়ান খান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball