অনুশীলনে ফিরলেন উইলিয়ামসন, দিলেন ফেরার বার্তা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
উইলিয়ামসনের ফ্যাব ফাইভে গিল-জয়সাওয়াল
১৮ এপ্রিল ২৫
চলতি বছরের মার্চে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের ওপেনার রুতুরাজ গায়কোয়াড একটি বল উড়িয়ে মেরেছিলেন ডিপ স্কয়ার লেগে। সেখানে ফিল্ডিং করছিলেন কেন উইলিয়ামসন।
বাউন্ডারি বাঁচাতে গিয়ে মাঠের বাইরে ছিটকে পড়েন এই কিউই ব্যাটার। ডান পায়ে আঘাত পান তিনি। পরে জানা যায় লম্বা সময়ের জন্যই মাঠের বাইরে চলে গেছেন তিনি। গত এপ্রিলে তার পায়ে অস্ত্রোপচারও করা হয়েছে। পুনর্বাসনের পর বিশ্বকাপে খেলতে পারবেন কিনা তা নিয়েও শঙ্কা রয়েছে।

বিশ্বকাপে খেলতে না পারলে দলের সঙ্গে মেন্টর হিসেবে যাবেন বলে জানিয়েছিলেন নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড। অবশেষে সব শঙ্কা কাটিয়ে অনুশীলনে ফিরেছেন উইলিয়ামসন। নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে একটি পোস্ট করে এই টপ অর্ডার ব্যাটার লিখেছেন, 'ব্যাট হাতে নেটে ফিরে দারুণ লাগছে কিছু বল খেলার জন্য।'
রাচিন-ডাফিকে পেছনে ফেলে আইসিসির মাসসেরা আইয়ার
১৫ এপ্রিল ২৫গত চার মাসের মধ্যে এবারই প্রথম ব্যাট হাতে নিলেন এই কিউই ব্যাটার। বিশ্বকাপ শুরুর আগেই ম্যাচ খেলার মতো ফিট হতে পারবেন কিনা সেটাই দেখার বিষয়। আগামী ৫ অক্টোবর আহমেদাবাদে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে নিউজিল্যান্ড।
কদিন আগেই বিশ্বকাপে খেলার আশার কথা জানিয়ে উইলিয়ামসন বলেন, 'আপাতত সপ্তাহ থেকে সপ্তাহ হিসেবে এগোনোর চেষ্টা করছি। চোটে এতটা দীর্ঘ সময়ের জন্য আগে কখনও বাইরে থাকতে হয়নি আমার। তবে যাদের এরকম অভিজ্ঞতা আছে, তাদের সঙ্গে কথা বলছি। এই পথচলা অনেক দীর্ঘ, তাই এখনই খুব বেশি দূরে তাকালে তা কিছুটা যন্ত্রণাময় হতে পারে।'
নিজের পরিকল্পনা নিয়ে উইলিয়ামসন বলেছিলেন, 'এর চেয়ে বরং প্রতি সপ্তাহে ছোট ছোট লক্ষ্য পূরণ করে এগিয়ে চলা, ছোট ছোট জয়গুলোর অভিজ্ঞতা দারুণ। পাশাপাশি এটাও ভাবনায় রাখতে হবে, এই ভ্রমণ পুরোপুরি মসৃণ হবে না এবং এই পথে কিছু বাধাও আসবে, যা সামলাতে হবে।