ওয়ানডের পর টি-টোয়েন্টি দলেও হেটমায়ার

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জিতেও ওয়েস্ট ইন্ডিজের বিদায়, বিশ্বকাপে বাংলাদেশ
১৯ এপ্রিল ২৫
ফ্লাইট মিস করায় সবশেষ অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হয়নি শিমরন হেটমায়ারের। আবার কখনও দলের বাইরে ছিলেন ফিটনেস ইস্যুতে। তবে বছরখানেক পর আবারও ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দলে ফিরলেন হেটমায়ার। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে হেটমায়ারের সঙ্গে ফিরেছেন শাই হোপ এবং ওশানে থমাস।
ওয়ানডে দলে রীতিমতো ব্রাত্য হয়ে পড়েছিলেন হেটমায়ার। অফ ফর্ম আর ফিটনেসের দোহাই দিয়ে বাঁহাতি এই ব্যাটারকে লম্বা সময় দলের বাইরে রেখেছিলেন সাবেক প্রধান কোচ ফিল সিমন্স। সবশেষ বিশ্বকাপ বাছাই পর্বের দলে না থাকলেও বছর দুয়েক পর ৫০ ওভারের ক্রিকেটে তাকে ফেরান ড্যারেন স্যামি।

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ডাক পাওয়া হেটমায়ার সুযোগ পেয়েছেন টি-টোয়েন্টি দলেও। সবশেষ আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ১৫১.৭৭ স্ট্রাইক রেট এবং ৩৭.৩৭ গড়ে ২৯৯ রান করেছিলেন হেটমায়ার। পাঁঁচে নেমে দলের জয়ে বেশ ভালোভাবেই অবদান রেখেছেন তিনি।
পারফরম্যান্সকে গুরুত্ব দিয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভাবনা তাকে ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বছরখানেক পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন হোপও। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিলেন ডানহাতি এই ব্যাটার। ১৯ টি-টোয়েন্টি খেলা হোপের গড় মাত্র ১৭.৮৮।
লম্বা সময় ধরেই টি-টোয়েন্টি দলের বাইরে ছিলেন থমাস। সবশেষ ২০২১ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২০ ওভারের ক্রিকেট খেলেছেন ডানহাতি এই পেসার। শুধু তাই নয় ২০২২ সালের ডিসেম্বর থেকে কোন ধরনের ক্রিকেটই খেলেননি থমাস। এবার তাকেই ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
সবশেষ সাউথ আফ্রিকা সফরের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন শামাহ ব্রুকস, রেইমন রেইফার, ইয়ানিক কারিয়াহ এবং শেলডন কটরেল। ৩ আগষ্ট থেকে শুরু হওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে ১৩ আগষ্ট। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হবে ম্যাচগুলো।
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দল- রভম্যান পাওয়েল (অধিনায়ক), কাইল মেয়ার্স (সহ-অধিনায়ক), জনসন চার্লস, রস্টন চেজ, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, শাই হোপ, আকেল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, ওবেদ ম্যাককয়, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড, ওডিন স্মিথ এবং ওশানে থমাস।