রিজওয়ানের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই: সরফরাজ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংরেজি বলতে না পারায় এক শতাংশও লজ্জিত নই: রিজওয়ান
১২ এপ্রিল ২৫
গুঞ্জন আছে সরফরাজ আহমেদ ও মোহাম্মদ রিজওয়ানের মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্ব রয়েছে। যদিও এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন সরফরাজ। তিনি জানিয়েছেন তাদের মধ্যে কোনো ঝামেলা নেই। এর পুরোটাই সামাজিকযোগাযোগ মাধ্যমের তৈরি।
কদিন আগেও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে এক সঙ্গে খেলেছেন সরফরাজ ও রিজওয়ান। দ্বিতীয় টেস্টে সরফরাজ মাথায় আঘাত পেয়ে ছিটকে যাওয়ার পর কনকাশন সাব হিসেবে নেমেছিলেন রিজওয়ান। এই উইকেটরক্ষক ব্যাটারের সঙ্গে সব সময়ই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলে জানালেন সরফরাজ।

তিনি বলেন, 'পাকিস্তানের বর্তমান দল অনেক ভালোভাবে সংঘবদ্ধ। প্রত্যেক খেলোয়াড়ের মধ্যেই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমাদের মধ্যে কোনো রেষারেষি নেই। আমার এবং রিজওয়ানের মধ্যেও কোনো ঝামেলা নেই।'
সামাজিক যোগাযোগ মাধ্যমকে দোষারোপ করে সরফরাজ বলেন, 'সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে এই ঘৃণা ছড়িয়েছে। তাদের জীবনে কোনো কিছু করার নেই। এ কারণেই তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে এবং অপ্রয়োজনীয় সব কিছু লিখে।'
অধিনায়ক বাবর আজমকে নিয়েও কথা বলেছেন সরফরাজ। তার সঙ্গে ভারতীয় ব্যাটার বিরাট কোহলির তুলনার কোনো সুযোগ নেই বলে মনে করেন এই পাকিস্তানি উইকেটরক্ষক। কোহলির মতো ১৪-১৫ বছরের ক্যারিয়ার হলে তার সঙ্গে বাবরের তুলনা করা যাবে বলে মনে করেন সরফরাজ।
তার ভাষ্য, 'বাবর আজমকে ছেড়ে দিন। তার এবং বিরাটের মধ্যে কোনো তুলনা নেই। বিরাট ক্রিকেট খেলতে সর্বশেষ ১৪-১৫ বছর ধরে। বাবর অভিষেক করেছে ২০১৫ সালে। অপেক্ষা করতে হবে এবং কোহলির সমান ক্যারিয়ার হলে তখন তুলনা হবে তাদের।'