promotional_ad

বাংলাদেশ সিরিজ টেনে ভারতকে প্রাসাদের খোঁচা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ভারতের চাকরি হারিয়ে কলকাতায় অভিষেক নায়ার

১৯ এপ্রিল ২৫
কলকাতা নাইট রাইডার্সের এক্স অ্যাকাউন্ট থেকে

সীমিত ওভারের ক্রিকেটে সাম্প্রতিক সময় ভালো যাচ্ছে না ভারতের। তুলনামুলক খর্বশক্তির দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একদিন আগেই একটি ওয়ানডে ম্যাচে হেরেছে তারা। এবার দলটির পারফরম্যান্সের সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রধান নির্বাচক এবং পেসার ভেঙ্কাটেশ প্রাসাদ। ভারতকে খোঁচা দেয়ার সময় বাংলাদেশ সিরিজের প্রসঙ্গও উঠে আসে প্রাসাদের করা টুইটে।


গত দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে গড়পড়তা মানের পারফরম্যান্স করেছিল ভারত। একটিতেও ফাইনাল খেলতে পারেনি দলটি। ওয়ানডেতেও গত ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারে রোহিত শর্মার দল।


promotional_ad

এ ছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষেও সিরিজ হারতে দেখা গেছে দলটিকে। প্রাসাদ অবশ্য সাদা পোশাকে ভারতীয় দলের পারফরম্যান্সকে দূরে রাখছেন। মাসখানেক আগেই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতে ভারত। এ ছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও খেলে দলটি।


প্রাসাদ টুইটে লিখেছেন, 'টেস্ট ক্রিকেটকে একপাশে সরিয়ে রাখলে বাকি দুই ফরম্যাটে কিছু সময় ধরে ভারত খুবই গড়পড়তা মানের একটি দল। তারা বাংলাদেশ, সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হেরেছে। শেষ দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপেও তারা খারাপ করেছে।'


'অস্ট্রেলিয়াকে যেমন নির্মম দেখায় বা ইংল্যান্ডের মতো রোমাঞ্চকর দল আমরা নই। অর্থ এবং ক্ষমতা থাকা সত্ত্বেও আমরা চ্যাম্পিয়ন দল হওয়া থেকে দূরে আছি। সব দলই জয়ের জন্য খেলে, ভারতও তাই। তবে তাদের এপ্রোচ এবং নিবেদন লম্বা সময় ধরে নেই।'


মূলত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের দ্বিতীয় ওয়ানডে হারের কারণেই হতাশ হয়েছেন প্রাসাদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নয়টি ওয়ানডে জেতার পর হারের মুখ দেখে ভারত। সময়ের হিসেবে প্রায় চার বছর পর ক্যারিবিয়ানদের বিপক্ষে হারে তারা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball