পুরানের বিধ্বংসী সেঞ্চুরিতে মেজর লিগে শিরোপা জিতল মুম্বাই

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মার্করাম-পুরানের হাফ সেঞ্চুরির পর লক্ষ্ণৌকে জেতালেন বাদনি
১২ এপ্রিল ২৫
যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের ফাইনালে নিকোলাস পুরানের বিধ্বংসী সেঞ্চুরিতে সিটেল অরকাসকে সাত উইকেটের ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স নিউইয়র্ক। এই সেঞ্চুরিতে ম্যাচসেরাও নির্বাচিত হয়েছেন পুরান।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৮৩ রান তোলে সিটেল। দলটির হয়ে ৫২ বলে ইনিংস সর্বোচ্চ ৮৭ রান করেন কুইন্টন ডি কক। এ ছাড়া শুভাম রাঞ্জানে ১৬ বলে ২৯ এবং ডুয়ান প্রিটোরিয়াসের ৭ বলে ২১ রানের ঝড়ো ইনিংসে এই লক্ষ্য দাঁড় করায় সিটেল।

মুম্বাইয়ের হয়ে ট্রেন্ট বোল্ট এবং রশিদ খান তিনটি করে উইকেট নেন। বোল্ট ৩৪ রান খরচায় তিন উইকেট নিলেও রশিদ সমান সংখ্যক উইকেট নেন মাত্র ৯ রান খরচায়। একটি করে উইকেট নেন স্টিভেন টেলর এবং ডেভিড ভিসে।
সাকিবকে ছেড়ে দিলো নাইট রাইডার্স
১৫ ফেব্রুয়ারি ২৫
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই টেলরের (০) উইকেট হারায় মুম্বাই। তিনে নেমেি ঝড়ো ব্যাটিং শুরু করেন পুরান। মাত্র ১৬ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি। এর একটু পর, দলীয় ৬২ রানে ফিরে যান আরেক ওপেনার শায়ান জাহাঙ্গীর (১০)।
তারপর ডিওয়াল্ড ব্রেভিস এবং টিম ডেভিডকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন পুরান। মাত্র ৪০ বলে সেঞ্চুরি আদায় করেন তিনি। শেষপর্যন্ত দশটি চার ও ১৩টি ছক্কায় মাত্র ৫৫ বলে ১৩৭ রানে অপরাজিত থাকেন তিনি।
এদিকে ব্রেভিস ১৮ বলে ২০ রান করে ফিরলেও ৯ বলে ১০ রানে অপরাজিত থাকেন ডেভিড। যুক্তরাষ্ট্রের মেজর লিগ আইসিসির স্বীকৃতিপ্রাপ্ত টি-টোয়েন্টি লিগ না হওয়ায় পুরানের এই বিধ্বংসী সেঞ্চুরি রেকর্ড বুকে স্থান পাচ্ছে না।