promotional_ad

হার্দিক আবারও টেস্টে ফিরতে পারবেন বিশ্বাস কপিল দেবের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দিন শেষে একজন পান্ডিয়ারই জেতার কথা ছিল: ক্রুনাল

৮ এপ্রিল ২৫
হার্দিক পান্ডিয়া এবং ক্রুনাল পান্ডিয়া, ফাইল ফটো

চোটের কারণে দীর্ঘদিন ক্রিকেট থেকেই দূরে ছিলে হার্দিক পান্ডিয়া। যদিও ফিট হয়ে সীমিত ওভারের ক্রিকেটে ফিরেছেন তিনি। তবে ২০১৮ সালের পর এখনও কোনো টেস্ট খেলা হয়নি এই পেস বোলিং অলরাউন্ডারের।


কদিন আগেই এক সাক্ষাৎকারে হার্দিকের টেস্ট ক্যারিয়ার নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রী। তার আশঙ্কা টেস্ট ক্রিকেটের ধকল সামলাতে পারবেন না হার্দিক। এ কারনে টেস্ট ক্রিকেট থেকে তাকে দূরে থাকার পরামর্শও দিয়েছিলেন তিনি।


promotional_ad

শাস্ত্রী বলেছিলেন, ‘টেস্ট ক্রিকেটের ধকল নিতে পারবে না হার্দিকের শরীর। এটা স্পষ্ট জেনে রাখা ভাল। ওর যে চোট হয়েছিল সেখান থেকে ফিরে টেস্ট খেলা কঠিন। হার্দিক নিজেও সেটা জানে। তাই টেস্ট থেকে দূরে থাকছে। আর কোনও দিন ও টেস্ট খেলতে পারবে না।’


আরো পড়ুন

অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়েকে ভিন্ন চোখে দেখতে চান না শান্ত

১১ এপ্রিল ২৫
আইসিসি

যদিও শাস্ত্রীর ঠিক উল্টো মন্তব্য করেছেন ভারতের সাবেক অধিনায়ক কপিল দেব। তার বিশ্বাস আবারও টেস্টে ফিরতে পারবেন হার্দিক। ডেনিস লিলির মতো ক্রিকেটার এর চেয়ে বড় চোট কাটিয়ে লম্বা সময় টেস্ট ক্রিকেটে খেলেছেন। তাই হার্দিককে নিয়ে তিনি কোনো শঙ্কাই দেখছেন না।


এ প্রসঙ্গে কপিল বলেন, 'কেন খেলতে পারবে না (টেস্ট)। শাস্ত্রীকে সম্মান করেই বলছি, ডেনিস লিলির থেকে গুরুতর চোট তো কোনো ক্রিকেটার পায়নি। হার্দিকের চোট তার থেকে কম। যে কোনো পরিস্থিতি থেকে ফিরে আসার ক্ষমতা মানুষের শরীরের আছে। হার্দিক এত ফিট ক্রিকেটার। তার শারীরিক ক্ষমতা বেশ ভালো। সে যদি কঠিন পরিশ্রম করে তাহলে কেন আবার টেস্ট খেলতে পারবে না?’


২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই চোটের কারণে মাঠের বাইরে চলে যেতে হয়েছিল হার্দিককে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দিয়ে ফিরেই গুজরাট টাইটান্সকে অলরাউন্ড নৈপুণ্যে শিরোপা জিতিয়েছেন। এ বছর তার দল হয়েছে রানার্সআপ। এমন সাফল্যের পর তাকে ভারতের সীমিত ওভারের অধিনায়ক করারও জোর দাবি উঠেছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball