টি-টেন নিয়ে সন্তুষ্ট, এলপিএল নিয়ে আক্ষেপ নেই তাসকিনের

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কা সফরে ফেরার আশায় তাসকিন
১৫ মে ২৫
জিম আফ্রো টি-টেন লিগ মাতিয়ে রবিবার দেশে ফিরেছেন তাসকিন আহমেদ। এই টাইগার পেসার বুলাওয়ে ব্রেভসের হয়ে ৭ ম্যাচে ১১ উইকেট শিকার করেছেন। টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারিও হয়েছেন তিনি।
এমন পারফরম্যান্স নিয়ে দারুণ খুশি তাসকিন। প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে আসার অভিজ্ঞতার কথা জানিয়ে তাসকিন জানিয়েছেন, দল ফাইনালে খেললে আরও ভালো লাগত। তবে ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে খুশি তিনি।

তাসকিন বলেন, 'ব্যক্তিগতভাবে একটা ভালো অভিজ্ঞতা ছিল। প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেললাম, অভিজ্ঞতাটা ভালোই ছিল। যদিও দল হিসেবে আমরা ফাইনাল খেলতে পারিনি। কিন্তু ব্যক্তিগতভাবে আমি মোটামুটি ভালোই খেলেছি।'
খালেদের ছোবলের পর বৃষ্টি ও কেলির দাপট
১৮ ঘন্টা আগে
জিম আফ্রো টি-টেনে নিয়মিতই পাওয়ার প্লেতে বল করেছেন। তবুও তার মিতব্যয়ী বোলিং নজর কেড়েছে সবার। এই টুর্নামেন্টে পাওয়া ছন্দ নিয়ে তাসকিন বলেন, 'সন্তুষ্ট যে রিদমটা ভালো হচ্ছে। আর উন্নতি হচ্ছে, এটাই। এক্সিকিউট করতে পারতেছি। ব্যক্তিগতভাবে হয়তো মোটামুটি ভালো টুর্নামেন্টে গেছে। কিন্তু স্টিল উন্নতির লক্ষ্যেই আছি।'
জিম আফ্রো টি-টেন লিগে খেলতে গিয়েই লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার প্রস্তাব পেয়েছিলেন এই টাইগার তারকা। ডাম্বুলা অরা সাত ম্যাচের জন্য তাসকিনকে ৭০ হাজার ডলার দিতে প্রস্তুত ছিল। তবে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য এই পেসারকে এলপিএলে খেলার অনাপত্তিপত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তাসকিন জানিয়েছেন, শুধু এলপিএল না। বিশ্বের অনেক ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেই প্রস্তাব আসছে তার কাছে। বিসিবি তাকে এলপিএলে খেলার অনাপত্তিপত্র না দেয়ায় অবশ্য আফসোস নেই এই পেসারের। এজন্য বিসিবি তাকে ক্ষতিপূরণ দেয়ারও আশ্বাস দিয়েছে।
তাসকিন বলেছেন, 'সুযোগ তো শুধু লঙ্কান প্রিমিয়ার লিগ না, বিশ্বের সব লিগেই আসছে এখন অবধি। এভেইলেবেলিটিটাই ইস্যু। আল্লাহ যদি সুস্থ রাখে, দোয়া করেন সামনে আরও বড় বড় লিগে আসবে আর সামনে আরও ভালো করতে পারি। সুস্থ থাকলে অনেক লিগ খেলতে পারবো। আর প্লাস বোর্ড থেকে যেহেতু ডিসিশন নিছে আমার এই মুহূর্তে ওয়ার্কলোড বেশি হয়ে যেতে পারে। পাশাপাশি তারা ক্ষতিপূরণের কথা বলেছে। সব মিলিয়ে ঠিক আছে।'