৩১ জুলাই শুরু টাইগারদের ফিটনেস ক্যাম্প

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশে এমন গতিময় উইকেট আগে দেখেননি জিম্বাবুয়ের কোচ
৪০ মিনিট আগে
আফগানিস্তান সিরিজ শেষে এশিয়া কাপের আগে আর কোন আন্তর্জাতিক সূচি নেই বাংলাদেশের। তবে বিশ্বকাপ ও এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের কথা বিবেচনা করে বসে থাকার সুযোগ নেই ক্রিকেটারদের। তাই ৩১ জুলাই জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে হবে ক্যাম্প। এই ক্যাম্পে যোগ দেবেন ৩২ জন ক্রিকেটার।
শুরুতে গুঞ্জন ছিল, আসন্ন এই ক্যাম্প আয়োজন করা হতে পারে চট্টগ্রামে। কিন্তু শেষ পর্যন্ত ঢাকাতেই হতে যাচ্ছে ক্যাম্পটি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিকল্পনা অনুযায়ী ৩ আগস্ট ফিটনেস টেস্ট (ইয়ো ইয়ো টেস্ট) হবে ক্রিকেটারদের।
তারপর ৫ অথবা ৬ আগস্টের মধ্যে ২১-২২ জন ক্রিকেটারকে চূড়ান্ত করে স্কিল ক্যাম্প শুরু হবে আগামী ৮ আগস্ট। রবিবার (৩০ জুলাই) গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

তিনি বলেন, ‘আমাদের ফিটনেস ক্যাম্প শুরু হচ্ছে। ৩ তারিখে ইয়ো ইয়ো টেস্ট আছে। আমরা দেখতে চাচ্ছি খেলোয়াড়দের ফিটনেস লেভেলটা কোন পর্যায়ে আছে। একটা মান দেখার জন্য। আমরা ৩২ জন খেলোয়াড় তৈরি করেছি। ওরা ইয়ো ইয়ো টেস্ট করে যাবে। তারপর স্কিল শুরু হবে ৮ তারিখে।'
'এর আগে ৫-৬ তারিখে ২১ বা ২২ জনের একটা দল দেব। ওরাই স্কিল করবে এশিয়া কাপের জন্য। ইয়ো ইয়ো টেস্টটা কেবল দেখার জন্য কার কি অবস্থা। এটার উপর ডিপেন্ড করে বাদ পড়ার চান্স।'
আফগানিস্তান সিরিজ শেষ করার পর সেপ্টেম্বরের আগে আন্তর্জাতিক কোনো সূচি নেই বাংলাদেশের। তাই ক্রিকেটাররা ক্যাম্পের মাধ্যমে খেলার ভেতর থাকবেন। তবে এলপিএল ও মেজর লিগ ক্রিকেটে অংশ নেয়া ক্রিকেটাররা এই ক্যাম্পের শুরুর দিকে থাকছেন না।
আগামী ৫ বা ৬ আগস্ট ২১-২২ সদস্যের নাম প্রকাশ করবে বিসিবি। যদিও ৩২ সদস্যের স্কোয়াডে কারা আছেন, সেটা এখনই প্রকাশ করছে না দেশের ক্রিকেটের সর্বোচ্চ অভিভাবক সংস্থাটি।
নান্নু বলেন, ‘৩২ জনের দল আমরা প্রকাশ করছি না, এটা আমাদের মধ্যেই থাকবে। ২১-২২ জনের যে স্কোয়াড দিব সেটা আমরা প্রকাশ করব। এখানে দেখবেন আমাদের তিনটা সংস্করণের অনুশীলন হচ্ছে একসঙ্গে। টাইগার্স অনুশীলন করছে, এদের সঙ্গে এইচপিও কিন্তু অনুশীলন করছে। বেশিরভাগ খেলোয়াড় কোন না কোন কাজে আছে। ওখান থেকেই ৩২ জনকে নিয়েছি।’