promotional_ad

‘কোহলি, রোহিতদের খেলালে অনেক উত্তরই পেতাম না’

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

স্যামসনকে নিয়ে বিতর্কের জবাব দিলেন দ্রাবিড়

১৯ এপ্রিল ২৫
সাঞ্জু স্যামসনকে (ডানে) নিয়ে বিতর্কের জবাব দিলেন রাহুল দ্রাবিড় (বামে), ফাইল ফটো

ওয়েস্ট ইন্ডিজের সাথে টানা ৯ ম্যাচ জয়ের পর হারের মুখ দেখলো ভারত। মূলত দ্বিতীয় ম্যাচে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে দলের বাইরে রাখার কারণেই এসেছে এমন পরাজয়। ১-১ সমতায় ফেরা ওয়েস্ট ইন্ডিজের সামনে থাকছে সিরিজ জয়ের সুযোগ। যদিও রাহুল দ্রাবিড় অবশ্য এতে বিচলিত নন। আসন্ন এশিয়া কাপ এবং বিশ্বকাপের আগে রোহিত-কোহলিদের ছাড়া পরীক্ষা-নিরিক্ষা চালিয়ে যেতে চেয়েছিলেন ভারতের হেড কোচ।


সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় অধিনায়ক রোহিত ব্যাটিং করতে নেমেছেন সাত নম্বরে। দলের সেরা ব্যাটার কোহলি তো মাঠেই নামেননি। আভাসটা অবশ্য এখানেই ছিল, মূল ক্রিকেটারদের বাদ দিয়ে বাকিদের দিয়ে দলের ভারসাম্য ঠিক করতেই এমন সিদ্ধান্ত। এবার সিরিজ নিশ্চিত করার ম্যাচেও একই পথে হাঁটে ভারত। আর তাই একাদশেই ছিলেন না রোহিত-কোহলি। ফলাফল স্বাগতিকদের ৬ উইকেটের জয়।


promotional_ad

ভারতের হেড কোচের অবশ্য হার নিয়ে একেবারেই মাথা ব্যথা নেই। দ্রাবিড় স্বল্প মেয়াদি চিন্তার দিকে মন না দিয়ে, করছেন দীর্ঘ মেয়াদি পরিকল্পনা। বিশ্বকাপ মিশনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের আগে ভারতের হাতে দশটি ম্যাচও নেই। এই সময়ের মধ্যেই দলকে এশিয়া কাপ এবং বিশ্বকাপের জন্য তৈরি করতে চান তিনি। এজন্য বিকল্প ক্রিকেটারদেরও পর্যাপ্ত ম্যাচ খেলতে দিতে চান তিনি।


আরো পড়ুন

ভারতের চাকরি হারিয়ে কলকাতায় অভিষেক নায়ার

১৯ এপ্রিল ২৫
কলকাতা নাইট রাইডার্সের এক্স অ্যাকাউন্ট থেকে

'এশিয়া কাপের আগে মাত্র দুই-তিনটি ম্যাচ বাকি আছে, বিরাট এবং রোহিতকে দলে রাখলে আমাদের খুব বেশি উত্তর পেতাম না, কিন্তু এনসিএ-তে আমাদের ইনজুরিতে থাকা ক্রিকেটার এবং তাদেরকে ঘিরে অনিশ্চয়তার জন্য, আমরা আরও কিছু ছেলেকে সুযোগ দিতে চেয়েছিলাম। যাতে প্রয়োজন হলে তারা খেলতে পারে।'


ভারতীয় দল নিজেদের মিডল অর্ডার শক্তিশালী করার কাজ করে যাচ্ছে। ফলে ওয়েস্ট ইন্ডিজ সফরর ফলাফলের নিয়ে চিন্তিত নন দ্রাবিড়। এই সিরিজের চিন্তায় বিশ্বকাপের মত বড় আসরে কোনও ভুল করতে রাজি নন এই ভারতীয় কোচ।


শনিবারের (২৯ জুলাই) ম্যাচ শেষে দ্রাবিড় আরও বলেন, 'বৃহত্তর ছবিটা সবসময় দেখতে হবে আমাদের। সত্যি বলতে, সামনে এশিয়া কাপ এবং বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে। আমাদের সেটা নিয়ে এবং যারা ইনজুরিতে আছে তাদের নিয়ে বড় কিছু চিন্তা করতে হবে। এই মূহুর্তে আমরা প্রতিটি ম্যাচ কিংবা প্রতিটি সিরিজের জন্য চিন্তা করতে পারি না। আমরা যদি তা করি, তাহলে সেটা হবে ভুল।'


'এজন্যই অন্যদের সুযোগ দিয়ে দেখতে হবে আমাদের, যাতে সবচেয়ে বাজে পরিস্থিতি এলেও অন্যদের কিছু ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকে এবং আমরা যেন কিছু ক্রিকেটারকে নিয়ে সিদ্ধান্ত নিতে পারি। এই ধরনের সিরিজে রোহিত ও কোহলিকে খেলিয়ে আমাদের নতুন কিছু জানার নেই। চোট পাওয়া ক্রিকেটারেদর অনিশ্চয়তার জন্যই আমরা অন্য কয়েকজনকে সুযোগ দিতে চেয়েছি, যেন প্রয়োজন পড়লে সামনে তাদেরকে খেলাতে পারি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball