promotional_ad

২ ম্যাচ নিষিদ্ধ হওয়া হারমানপ্রীতকে জিজ্ঞাসাবাদও করবে বিসিসিআই

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পাকিস্তানের বিপক্ষে হেরে ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড ম্যাচে চোখ বাংলাদেশের

১৯ এপ্রিল ২৫
পাকিস্তানের বিপক্ষে হেরে ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড ম্যাচে চোখ বাংলাদেশের, ফাইল ফটো

আগেই জানা গেছে, আচরণবিধি ভঙ্গের দায়ে হারমানপ্রীত কৌরকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করে আইসিসি। সাধারণত নিজেদের কোনও ক্রিকেটারকে নিষিদ্ধ করা হলে আইসিসির কাছে আপিল করতে দেখা যায় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই)। কিন্তু হারমানপ্রীতের ক্ষেত্রে বিষয়টি ঘটেছে উল্টো। ভারত নারী দলের অধিনায়ককে এসব নিয়ে জিজ্ঞাসাবাদ করবে বিসিসিআই।


মিরপুরে সিরিজের শেষ ওয়ানডেতে অপেশাদার আচরণ করেন হারমানপ্রীত। প্রথমত, আউট হওয়ার সিদ্ধান্ত মেনে নিতে না পেরে ব্যাট দিয়ে স্টাম্প ভাঙেন। সেইসঙ্গে আম্পায়ারকে কিছু একটা বলতে বলতে ছেড়ে যান মাঠ। আর খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওই ম্যাচের আম্পায়ারিংকে ‘প্যাথেটিক’ বলে মন্তব্য করেন ভারতীয় এই অধিনায়ক।


promotional_ad

শুধু এখানেই থামেননি হারমানপ্রীত। ম্যাচ পরবর্তী সময়ে তিনি জানান, ভবিষ্যতে বাংলাদেশ সফরে আসার আগে বাজে আম্পায়ারিং সামলানোর প্রস্তুতি নিয়ে আসতে হবে। এমন আচরণে ক্ষুব্ধ খোদ বিসিসিআই।


এই ব্যাপারে বিসিসিআইয়ের জেনারেল সেক্রেটারি জয় শাহ বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে হারমানপ্রীতের বাজে আচরণের বিষয়ে তাকে সভাপতি রজার বিনি ও লক্ষ্মণ জিজ্ঞাসাবাদ করবেন।’


হারমানপ্রীতের এই অপরাধ আইসিসির আচরণবিধির লেভেল–২ পর্যায়ের। স্টাম্প ভাঙায় ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা ও ৩টি ডিমেরিট পয়েন্ট দেয়া হয় হারমানপ্রীতকে। এ ছাড়া আম্পায়ারিংয়ের সমালোচনা করায় ২৫ শতাংশ জরিমানা ও ১টি ডিমেরিট পয়েন্ট যোগ হয় এই ক্রিকেটারের নামের পাশে।


আইসিসির আচরণবিধি অনুযায়ী, ২৪ মাসের ভেতর কোনো খেলোয়াড় চার ডিমেরিট পয়েন্ট পেলে দুই নিষেধাজ্ঞা পয়েন্ট যোগ হবে। এর ফলে পরবর্তী একটি টেস্ট কিংবা দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ হবেন অভিযুক্ত খেলোয়াড়।


হারমানপ্রীতের জন্যেও থাকছে এই নিয়ম। যার ফলে চলতি বছরের সেপ্টেম্বরে চীনে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসের দুটি ম্যাচে নিয়মিত অধিনায়ককে পাবে না ভারত। আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি আক্তার আহমেদের কাছে দোষ শিকার করে নেয়ায় হারমানপ্রীতের জন্য কোনো শুনানির প্রয়োজন হয়নি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball