তামিম না থাকলে সাকিবকে অধিনায়ক চান পাইলট
.jpg)
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের হয়ে আরো ২ বছর খেলে অবসরে যেতে চান সাকিব
১৬ এপ্রিল ২৫
দীর্ঘদিন ধরে পিঠের চোটে ভুগছেন তামিম ইকবাল। সেই চোট নিয়েই আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমে সমালোচনা তৈরি করেছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। এরপর হুট করেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালীন অবসরের ঘোষণা দেন দেশসেরা এই ওপেনার।
যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে এই সিদ্ধান্ত থেকে সরে আসেন তামিম। তবে এই ওপেনার কবে মাঠে ফিরতে পারবেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তামিম বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন। সেখানেই চিকিৎসকের দ্বারস্থ হয়েছেন তিনি। চিকিৎসকের পরামর্শের ওপর নির্ভর করছে তার ভাগ্য।

সামনেই এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট। এই দুটি টুর্নামেন্টে বাংলাদেশকে কে নেতৃত্ব দেবেন না নিয়েও বড় প্রশ্ন দেখা দিয়েছে। যদিও বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট মনে করেন তামিম কোনো কারণে খেলতে না পারলে সাকিব আল হাসানকেই অধিনায়কত্ব দেয়া উচিত।
ক্লেমন ইনডোর ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'তামিম যদি ইনজুরির কারণে নেতৃত্ব না দিতে পারে তাহলে আমার কাছে মনে হয় মেক্সিমাম ৯০ ভাগ মানুষই বলবে সাকিব আল হাসান। আমরা কয়েকদিন আগে দেখলাম যে আফগানিস্তানের যেখানে ৫০-৫০ ম্যাচ ছিল সেখানে তার নেতৃত্ব দুটো ম্যাচেই বাংলাদেশ দেখিয়েছে, তার নেতৃত্ব, তাকে যে সবাই পছন্দ করেন ড্রেসিংরুম সেটা দেখিয়েছে, খুবই গুরুত্বপূর্ণ।'
সাকিব ইতোমধ্যে বিশ্ব ক্রিকেটে নিজেকে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এই অলরাউন্ডার অধিনায়ক হলে মাঠে এবং মাঠের বাইরে বাড়তি প্রাধান্য বিস্তার করতে পারবেন বলে আশাবাদী পাইলট। মূলত এ কারণেই তামিমের বিকল্প হিসেবে সাকিবকেই সেরা বিকল্প মনে করছেন তিনি।
পাইলট বলেন, 'অনেকেই হয়ত আছেন কিন্তু আমি কাউকেই ছোট করব না তার অনেক সময় আছে। কিন্তু সাকিব যে একটা ব্র্যান্ড, সে যখন আম্পায়ারের সঙ্গে কথা বলবে, ড্রেসিংরুমে থাকবে….সাকিব এই জায়গাটা তৈরি করেছে। তো কোন সন্দেহ নেই তামিম যদি কোন কারণে মিস করে তাহলে সাকিবকে ট্রাই করা যায়।'