১ মেডেন, ৮ রানে ৭ উইকেট, সবাইকে বোল্ড করে চমক

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ছেলেদের অধিনায়ক হান্টার যেভাবে অস্ট্রেলিয়া থেকে মালয়েশিয়ায়
৫ অক্টোবর ২২
প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেই সাত উইকেট শিকার! দারুণ এক বিশ্বরেকর্ড গড়লেন মালয়েশিয়ার পেসার সায়াজরুল ইজাত ইরাস। মঙ্গলবার বিশ্বকাপের বাছাইপর্বের একটি ম্যাচে সাতটি উইকেট তো নিয়েছেনই, সবাইকে বোল্ডও করেছেন তিনি। চিনের বিপক্ষে তার এমন নৈপুণ্য ৮ উইকেটের জয় পেয়েছে মালয়েশিয়া।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ সালের জন্য, এশিয়ার আঞ্চলিক গ্রুপ কোয়ালিফায়ার বি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে এমন ইতিহাস গড়েছেন সায়াজরুল। চার ওভারে এক মেডেনের সঙ্গে ২০টি ডট বলে ৮ রানে ৭ উইকেট নিয়েছেন তিনি। এর আগে অবশ্য এক ম্যাচে সাত উইকেটের দেখা পায়নি কেউ।
এর আগে ১২ বার ছয় উইকেট শিকার করেছেন ১১জন বোলার। শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস একমাত্র ক্রিকেটার যে দুবার এই কীর্তি অর্জন করেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে ৮ রানে ৬ উইকেট এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬ রানে ৬ উইকেট। তবে বাংলাদেশের কোনও বোলার নেই এই তালিকায়।
সায়াজরুলের এমন বোলিংয়ে মাত্র ১১.২ ওভারে ২৩ রানেই অল আউট হয়েছে চিন। তাদের টপ অর্ডার এবং মিডল অর্ডার ব্যাটারদের একাই ধসিয়ে দিয়েছেন ডানহাতি মিডিয়াম এই পেসার। ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে পরপর দুটি উইকেট নিয়ে হ্যাট্রিকের সম্ভাবনাও তৈরি করে ছিলেন একবার।
মাত্র ২৪ রানের লক্ষে ব্যাট করতে নেমে মালশিয়ার দুই ওপেনার শূন্য রানেই সাজঘরে ফেরেন। এরপর অবশ্য ভিরান্দ্বিপ সিং এর ১৯ রান এবং শারভিন শুরেন্দ্রান এর ৪ রানে ভর করে, ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে সায়াজরুলরা।
আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এশিয়া আঞ্চলিক গ্রুপ বি কোয়ালিফায়িং টুর্নামেন্টের বিজয়ী দল, এশিয়ার আঞ্চলিক ফাইনালে জায়গা করে নিবে। নভেম্বরে নেপালে অনুষ্ঠিত সেই ফাইনালে শীর্ষ দুই দল বিশ্বকাপে প্রবেশ করবে।