promotional_ad

ওয়ানডে কমিয়ে আনার সুপারিশ এমসিসির

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এমসিসির ১৩ সদস্যের পরামর্শক বোর্ডে জয় শাহ, চেয়ারম্যান সাঙ্গাকারা

২৪ জানুয়ারি ২৫
আইসিসির চেয়ারম্যান জয় শাহ (বামে), এবং শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা (ডানে)

টি-টোয়েন্টির জনপ্রিয়তা আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দাপটে কোণঠাসা হয়ে গেছে ওয়ানডে ক্রিকেট। এমন অবস্থায় ২০২৭ সালের পর ছেলেদের ক্রিকেটে ওয়ানডের সংখ্যা কমিয়ে আনার প্রস্তাব দিয়েছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)।


এমনকি ওয়ানডের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধেরও সুপারিশ করেছে তারা। যদিও যে বছর বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সে বছর দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ আয়োজন করা যেতে পারে। এর ফলে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন তারা।


promotional_ad

এ প্রসঙ্গে এমসিসির বক্তব্য, ‘ওডিআই ক্রিকেটের সংখ্য়া কমলে, তার মান আরও বাড়বে। দ্বিপাক্ষিক সিরিজে ওডিআই ক্রিকেট সরিয়ে দেওয়া যেতে পারে। প্রতিটি বিশ্বকাপের এক বছর আগে থেকে ওডিআই সিরিজ করা যেতে পারে। এতে ক্রিকেট ক্যালেন্ডারে জায়গা তৈরি হবে। যেটা কার্যকরী ভাবে কাজে লাগানো যাবে।’


আরো পড়ুন

ভারতের ৪ নম্বরের জায়গাটা নিজের করে নিতে চান আইয়ার

১৮ মার্চ ২৫
ভারতের জার্সিতে শ্রেয়াস আইয়ার

অ্যাশেজের দ্বিতীয় টেস্টের আগে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বৈঠকে বসেছিলেন এমসিসির সদস্যরা। মঙ্গলবার এক বিবৃতিতে এমসিসির পক্ষ থেকে তাদের বৈঠকের আলোচ্য বিষয়গুলো প্রকাশ করা হয়েছে। এমসিসির ক্রিকেট কমিটির নেতৃত্বে রয়েছেন মাইক গ্যাটিং।


আর সদস্য হিসেবে রয়েছেন কুমার সাঙ্গাকারা, সৌরভ গাঙ্গুলী, ঝুলন গোস্বামী, ইয়ন মরগান, হিদার নাইট, রমিজ রাজা ও জাস্টিন ল্যাঙ্গারের মতো কিংবদন্তিরা। এমসিসির প্রকাশ করা বিবৃতিতে জানানো হয়েছে বিশ্বকাপের বাইরে ওয়ানডে ক্রিকেটের প্রাসঙ্গিকতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তারা।


৫০ ওভারের ক্রিকেট কমিয়ে আনলে এর মান বৃদ্ধি পাবে বলেও আশা করেছে এমসিসি। সেই সঙ্গে টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে কৌশলগত তহবিল গঠনের সুপারিশ করেছে এমসিসির ক্রিকেট কমিটি। নারী ক্রিকেটের উন্নয়নের জন্যও তহবিল বাড়ানোর প্রস্তাব দিয়েছেন ক্রিকেটের নীতি-নির্ধারকরা।


টেস্ট ক্রিকেটের উন্নতির প্রস্তাবনা দিয়ে এমসিসি বলেছে, ‘কমিটি ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বাইরের দেশগুলিতে টেস্ট ক্রিকেটকে টিকিয়ে রাখার বিষয় নিয়ে বিশেষ উদ্বেগ প্রকাশ করেছে। টেস্ট ক্রিকেটকে টিকিয়ে রাখতে একটি পৃথক টেস্ট ফান্ড গঠন করা যেতে পারে। যাতে করে এই সমস্যার সমাধান করা যেতে পারে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball