promotional_ad

তিন নম্বরে খেলবেন গিল, অভিষেক হচ্ছে জায়সাওয়ালের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ভারতের চাকরি হারিয়ে কলকাতায় অভিষেক নায়ার

১৯ এপ্রিল ২৫
কলকাতা নাইট রাইডার্সের এক্স অ্যাকাউন্ট থেকে

বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাঠে নামছে ভারত। ম্যাচের আগেরদিনই এক কথায় ব্যাটিং লাইনআপ খোলাসা করে দিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এই ম্যাচ দিয়েই লাল বলের ক্রিকেটে অভিষেক হতে চলেছে ইয়াসভি জায়সাওয়ালের।


রোহিতের সঙ্গে তাকে ওপেনিং করতে দেখা যাবে। জায়সাওয়ালকে জায়গা দিতে তিন নম্বরে ব্যাটিং করতে নামবেন শুভমান গিল। রোহিত জানিয়েছেন গিলের চাওয়াতেই তাকে তিন নম্বরে ব্যাটিংয়ের সুযোগ দেয়া হচ্ছে। এ বিষয়ে প্রধান কোচ রাহুল দ্রাবিড়ও গিলের সঙ্গে কথা বলেছেন বলে জানালেন রোহিত।


promotional_ad

সংবাদ সম্মেলনে রোহিত বলেন, 'শুভমান গিল তিন নম্বরে ব্যাট করবে, কারণ সে তিন নম্বরেই খেলতে চায়। সে রাহুল ভাইকে (রাহুল দ্রাবিড়) বলেছে সে তার পুরো ক্রিকেট জীবনে ৩-৪ নম্বরে ব্যাট করেই অভ্যস্থ এবং দলের হয়ে সে তিন নম্বরেই ভালো করতে পারবে। এটা আমাদের ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন করতে সাহায্য করবে।


আরো পড়ুন

জিতেও ওয়েস্ট ইন্ডিজের বিদায়, বিশ্বকাপে বাংলাদেশ

১৯ এপ্রিল ২৫
আইসিসি

জায়সাওয়ালের অভিষেকের ইঙ্গিত দিয়ে রোহিত বলেন, 'আমরা এটাই করার চেষ্টা করছি এবং আশা করছি এটা লম্বা সময় কার্যকর থাকবে একজন বাঁহাতি ব্যাটার খেলানোর সুবিধা পেতে। আমাদের বাঁহাতি জায়সাওয়াল আছে এবং আশা করছি সে পারফর্ম করতে পারবে দলের হয়ে এবং ইজের ছাপ রাখতে পারবে।'


ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে ডমিনিকার উইন্ডসোর স্টেডিয়ামে। ভেন্যুটিতে স্পিনাররা বরাবরই বাড়তি সহায়তা পান। সেক্ষেত্রে ভারত বাড়তি স্পিনার হিসেবে রবিচন্দ্রন অশ্বিনকে খেলাতে পারে। ফলে ৩ পেসারের সঙ্গে ভারতের একাদশে দেখা যেতে পারে ২ স্পিনার।


স্পিন বান্ধব উইকেট বিশ্লেষণ করে রোহিত বলেন, 'উইকেট দেখে মনে হচ্ছে আমাদের ২ স্পিনার ও তিন পেসার খেলাতে হবে। ২০১৭ সালে এখানে শেষ ম্যাচে স্পিনাররা অনেক উইকেট নিয়েছিল। এখানে অনুশীলন করার সুযোগ হওয়ায় আমার মনে হচ্ছে এখানে বাউন্সও হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball