promotional_ad

আগ্রাসন ‘অটোমেটিক’ চলে আসে: শরিফুল

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশে এমন গতিময় উইকেট আগে দেখেননি জিম্বাবুয়ের কোচ

১৩ ঘন্টা আগে
সংবাদ সম্মেলনে চার্ল ল্যাঙ্গাভেল্ট

আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে পাত্তাই পাননি বাংলাদেশের বোলাররা। তৃতীয় ওয়ানডেতে দলে ফিরেই বাংলাদেশের জয়ে বড় অবদান রেখেছেন এই পেসার। ৯ ওভার বোলিং করে ২১ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। ক্র্যাম্পের কারণে নিজের ওভারের কোটা শেষ করতে পারেননি শরিফুল।


নাহলে পেতে পারতেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ৫ উইকেটও। এদিন শুরু থেকেই খুনে মেজাজে বোলিং করেছেন শরিফুল। প্রতিটি উইকেট নেয়ার পরই তার বুনো উৎযাপন নজর কেড়েছে আলাদাভাবে। বাংলাদেশের ৭ উইকেটে জয়ের ম্যাচে ম্যাচ সেরাও হয়েছেন তিনি।


promotional_ad

সংবাদ সম্মেলনে এসে নিজের সেই উৎযাপন নিয়ে খোলাসা করেছেন  শরিফুল। তিনি বলেছেন, ‘জেদ ছিল না। আমি অনুশীলনে যেমন চেষ্টা করছিলাম, ম্যাচেও তেমনই বোলিং করার চেষ্টা করেছি। শরীরী ভাষাটা চলে আসে। ড্রেসিংরুমে গিয়ে ভাবি যে এমন করা যাবে না। শান্ত থাকতে হবে। কিন্তু তবু অটোমেটিক চলে আসে (আগ্রাসন)।’


আরো পড়ুন

আফগানিস্তানকে নিয়ে টি-টোয়েন্টি সিরিজের পরিকল্পনা বিসিবির

১৪ মার্চ ২৫
আফগানিস্তান ও বাংলাদেশ দল

৫ উইকেট না পাওয়ায় কিছুটা আক্ষেপ থাকলেও দলের জন্য নিজেকে উজাড় করে দিতে পেরেই সন্তুষ্ট শরিফুল। তিনি বলেছেন, ‘চেষ্টা তো ছিল (৫ উইকেট নেয়ার)। কিন্তু দেখছিলাম ক্র্যাম্প করছে। আামি যদি জোর করে বল করতাম, চোটে পড়তে পারতাম। এদিকে লুজ বল হলে বাউন্ডারি হয়ে যেত। তাই আমি চিন্তা করেছি আমার দলের ভালো একজন বোলার, যিনি কিনা শতভাগ দিতে পারবেন, তাঁরই বোলিং করা উচিত।’


প্রথম স্পেলে টানা ৫ ওভার বল করেছেন শরিফুল। সেই স্পেলে ৮ রান দিয়ে ২৮টি ডট দিয়েছিলেন এই পেসার। ৪ উইকেটের ৩ উইকেটই এসেছে সেই স্পেলে। এর মধ্যে একের পর এক বাউন্সারে আফগান ব্যাটারদের পরীক্ষা নিয়েছেন শরিফুল।


নিজের বোলিং পরিকল্পনার কথা খোলাসা করে তিনি বএলছেন, ‘শুরুতে দুই-তিন বল সামনে করার পর দেখলাম কিছু হচ্ছে না। পরে তাসকিন ভাইও বললেন ব্যাক অব লেংথে করলে ভালো হবে। আপ অ্যান্ড ডাউন হওয়ার চান্স আছে। তখন দুজন মিলে পরিকল্পনা বদল করেছি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball