চিকিৎসা নিতে ইংল্যান্ড যাচ্ছেন তামিম

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশে এমন গতিময় উইকেট আগে দেখেননি জিম্বাবুয়ের কোচ
১৩ ঘন্টা আগে
কদিন আগেই আচমকা অবসর ঘোষণা করে আলোচনার জন্ম দিয়েছিলেন তামিম ইকবাল। যদিও পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে অবসরের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান এই টাইগার ওপেনার। তামিম আবারও অধিনায়ক হয়ে ফিরবেন কিনা তা নিয়েও রয়েছে ধোঁয়াশা।
অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন আগামী ১৬ জুলাই ছুটি কাটাতে দুবাই যাচ্ছেন। সেখান থেকেই তিনি ইংল্যান্ডে চিকিৎসা নিতে যাবেন বলে নিশ্চিত করেছেন বিসিবির এই কর্মকর্তা।
তিনি বলেন, 'তামিম দুবাই যাচ্ছে, ওখান থেকে ২৫ বা ২৬ তারিখে যুক্তরাজ্য যাবে। লন্ডনে দুটো মেডিকেল সেন্টারে তার সঙ্গে অ্যাপয়েনমেন্ট হয়েছে, ডাক্তার দেখাবে। সেখান থেকে কি হচ্ছে না হচ্ছে আমাকে আপডেট জানাবে।'

দীর্ঘদিন ধরেই পিঠের চোটে ভুগছেন তামিম। এর ফলে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও খেলতে পারেননি তিনি। সেই সময় অনেকবারই অনুশীলনের সময় ব্যথায় কাৎরাতে দেখা গেছে তামিমকে। সেই চোট পুরোপুরি সেরে না ওঠার কারণেই চিকিৎসকের শরণাপন্ন হতে যাচ্ছেন তিনি।
আফগানিস্তানকে নিয়ে টি-টোয়েন্টি সিরিজের পরিকল্পনা বিসিবির
১৪ মার্চ ২৫
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু আগেই নিজের ফিটনেস নিয়ে একটি মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছিলেন তামিম। শতভাগ ফিট না হয়েও প্রথম ওয়ানডেতে খেলবেন বলে জানিয়েছিলেন তিনি। এমন মন্তব্যের পর একটি সংবাদমাধ্যমে তামিমের পেশাদারিত্ব দিয়ে প্রশ্ন তুলেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
এরপর প্রথম ওয়ানডে খেললেও রাতের বেলায় তামিম ঘোষণা দেন জরুরী সংবাদ সম্মেলনের। সেখানেই অবসরের সিদ্ধান্তের কথা জানান এই দেশসেরা ব্যাটার। এ নিয়ে দেশের ক্রিকেটাঙ্গনেও জোর আলোচনা সৃষ্টি হয়েছিল। তামিম সিদ্ধান্ত থেকে সরে আসলেও আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ফেরেননি।
তার পরিবর্তে সিরিজের বাকি দুই ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিতে দেখা গেছে লিটন দাসকে। সামনেই এশিয়া কাপ। এই টুর্নামেন্টকে সামনে রেখে দ্রুতই ২৫-২৬ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। তবে অধিনায়ক হিসেবে তামিম থাকছেন কিনা সেটা নিয়ে আলোচনা হবে বোর্ডে। এমনটাই জানালেন জালাল ইউনুস।
এশিয়া কাপের স্কোয়াড নিয়ে তিনি বলেন, 'আমাদের খুব দ্রুতই ২৫-২৬ জনের একটা প্রাথমিক স্কোয়াড হবে। এজন্য তার সঙ্গে মেডিকেল ফিটনেস দেখে জানানোর কথা। বুঝতে পারব সে কবে জয়েন করবে।' তামিমের অধিনায়কত্ব নিয়ে তিনি আরও বলেন, 'আগে আসুক, আমরা আলোচনা করছি তার সঙ্গে। তার ফিটনেসের ব্যাপার আছে। সে বলেছে আমি আসি। তারপরে এগুলো নিয়ে আলাপ করব।'