শেষ ওভারে বাংলাদেশকে হারিয়ে সিরিজে এগিয়ে সাউথ আফ্রিকা

ছবি: বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
চৌধুরি রিজওয়ান ও মাহফুজুর রহমান রাব্বির দারুণ ব্যাটিংয়ে ২৪১ রানের পুঁজি পেয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এমন লক্ষ্য তাড়ায় সাউথ আফ্রিকাকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার গিলবার্ট প্রিটোরিয়াস এবং থ্যাবে গ্যাজিড। হাফ সেঞ্চুরি পর তারা দুজন মিলেও জয় পেতে খুব বেশি বেগ পেতে হয়নি সফরকারীদের। ৫ বল বাকি থাকতে বাংলাদেশকে ৪ উইকেটে সিরিজে ২-১ এ এগিয়ে গেল সাউথ আফ্রিকা।
বাংলাদেশে এমন গতিময় উইকেট আগে দেখেননি জিম্বাবুয়ের কোচ
১৩ ঘন্টা আগে
জয়ের জন্য ২৪২ রান তাড়া করতে নেমে দুই ওপেনার গ্যাজিড ও প্রিটোরিয়াস মিলে উদ্বোধনী জুটিতে যোগ করেন ১২৫ রান। তাদের দুজনের অনবদ্য জুটি ভাঙেন শিহাব জেমস। ৫৩ রান করা গ্যাজিডকে নাঈম আহমেদের হাতে ক্যাচ বানিয়ে ফেরান তিনি।
আরেক ওপেনার প্রিটোরিয়াসকে বিদায় করেছেন আরিফুল ইসলাম। ডানহাতি এই অফ স্পিনারের বলে বোল্ড হয়েছেন ৬৬ রান করা প্রিটোরিয়াস। এরপর ডেভিড টিগার ও অধিনায়ক হুয়ান জেমসরা সাউথ আফ্রিকার জয় নিশ্চিত করেন। বাংলাদেশের হয়ে দুটি উইকেট নিয়েছেন আরিফুল।

এর আগে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশের যুবারা। মাত্র ৮ রানে ফিরে যান ওপেনার আদিল বিন সিদ্দিক। তিনে নামা নাইম আহমেদও ৬ রানে ফিরে যান। আরিফুল করেছেন মাত্র ৬ রান।
সাউথ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তিতে নেই ক্লাসেন
৭ এপ্রিল ২৫
এদিকে অধিনায়ক আহরার আমিন ১ এবং শিহাব ২৯ রানে ফিরলে দলীয় ১১৫ রানের মধ্যে পাঁচ উইকেট হারায় যুবারা। ব্যর্থ হন জাকারিয়া ইসলাম শান্তও। ৯ বলে ৬ রান করেন তিনি। এতক্ষণ একপ্রান্ত আগলে রেখে দলের রান বাড়াচ্ছিলেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। কিন্তু দলীয় ১৫৮ রানে ফিরে গেছেন তিনিও।
স্টাম্পিং হয়ে ফিরে যাওয়ার আগে ৯৮ বলে দুটি চার ও চারটি ছক্কায় ৭৭ রান করেন তিনি। তারপর মাহফুজুর রাব্বি এবং রাফিউজ্জামানের নৈপুণ্যে আবারও ম্যাচে ফিরে যুবারা। এই দুজন ৭৬ রানের জুটি গড়েন ৩৪ বলে ২৩ রান করে ট্রিস্তান লুসের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। শেষ দিকে আউট হয়েছেন ৭৪ রান করা মাহফুজুর রাব্বি। সাউথ আফ্রিকার হয়ে লুস ৪ উইকেট নিয়েছেন।