promotional_ad

৯৬ রানের লক্ষ্যে ৮ রানে হারল বাংলাদেশ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


লক্ষ্য ছিল একশর নিচে। কিন্তু বাংলাদেশের ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে এই মামুলি রানই হয়ে দাঁড়াল পাহাড়সম। নিগার সুলতানা জ্যোতির একার লড়াই শেষ পর্যন্ত শুধু পরাজয়ের ব্যবধানটাই কমিয়েছে কেবল বাংলাদেশ। ভারতের বিপক্ষে ৮ রানে হেরে টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করল টাইগ্রেসরা। 


৯৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে চার মেরে ইনিংস শুরু করেন শামিমা সুলতানা। পঞ্চম বলে আরও একটি বাউন্ডারি হাঁকান সাথী রানী। প্রথম ওভারে ১০ রান এলেও দ্বিতীয় ওভারে এলোমেলো হয়ে যায় বাংলাদেশ। শামিমাকে বিদায় করে ভারতকে ব্রেক থ্রো এনে দেন মিন্নু মানি।


পরের ওভারে রানীকে বিদায় করেন দিপ্তি শর্মা। দুই ব্যাটার ফিরলেও হাল ধরার চেষ্টা করেন মুর্শিদা খাতুন ও নিগার সুলতানা। কিন্তু সোবহানা মোস্তারির কনকাশন হিসেবে নেমে ৪ রানের বেশী করতে পারেননি মুর্শিদা।


খানিক পর দলীয় ৩০ রানে রিতু মনিও ফেরেন সাজঘরে। তবে বাকিদের আসা-যাওয়ার মিছিলে একপ্রান্তে লড়াই চালাতে থাকেন নিগার সুলতানা। দলের সংগ্রহ পঞ্চাশ পার করলেও দলীয় ৬৪ রানে স্বর্ণা আক্তারকে বিদায় করেন দিপ্তি শর্মা।


শেষ ২৪ বলে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন দাঁড়ায় ২৭ রান। দেখে শুনে খেলে দলকে ৮০'র ঘরে নিয়ে যান জ্যোতি। শেষ ১২ বলে জয়ের জন্য প্রয়োজন দাঁড়ায় ১৪ রান। কিন্তু ১৯তম ওভারের শেষ বলে স্টাম্পিং হয়ে ফেরেন জ্যোতি।


promotional_ad

৩৮ রান করে বাংলাদেশ অধিনায়ক ফিরে গেলে শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন দাঁড়ায় ১০ রান। কিন্তু সেফালির প্রথম দুই বলে দুই ব্যাটার বিদায় নিলে বাংলাদেশের জয়ের সমীকরণ পাল্টে যায়। ৩ বলে ৯ রান প্রয়োজন হলে দিপ্তিকে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন ফাহিমা খাতুন।


ওভারের শেষ বলে আরেকটি আউট করে ভারতের জয় নিশ্চিত করেন দিপ্তি। ৫ বলে এক রান আউটসহ ৪ উইকেট তুলে নেন শেফালি। ১৫ রানে নেন ৩ উইকেট, ১২ রান দিয়ে ৩ উইকেট নেন দীপ্তি। নিগার ছাড়া আর কোন ব্যাটার দুই অংকের ঘরে পা দিতে পারননি।


এর আগে বোলিং-ফিল্ডিংয়ের দুর্দান্ত মহড়া দেখিয়ে ভারতের মেয়েদের একশর রানের আগেই আটকে ফেলে বাংলাদেশের মেয়েরা। মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাটিং করে ভারতের ইনিংস থামে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৫ রান নিতে।


ওপেনিং জুটিতে শুরুটা দারুণ করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারায় ভারত। স্মৃতি মান্ধানা ও শেফালির ওপেনিং জুটি থেকে আসে ৩৩ রান। ১৩ বলে ১৩ রান করা স্মৃতিকে বোল্ড করে এই জুটি ভাঙেন নাহিদা আক্তার। একই রানে সোবহানার ক্যাচ বানিয়ে শেফালিকে ফেরান সুলতানা খাতুন।


সুলতানার দ্বিতীয় শিকারে পরিণত হয়ে শূন্য রানেই আউট হন ভারতের অধিনায়ক হারমানপ্রিত কৌর। চতুর্থ উইকেট জুটিতে ঘুরে দাঁড়ানোর আভাস দেন স্ততিকা ভাটিয়া ও জেমিমা রদ্রিগেজ। তবে ১৫ রানের এই জুটি ভাঙেন স্বর্না আক্তার।


বোলারের চেয়ে এই উইকেটের বড় কৃতিত্ব ফাহিমা খাতুনের। দুর্দান্ত এক ক্যাচ নিয়ে স্ততিকাকে ফেরান তিনি। ১৩ বলে ১১ রান করেন তিনি। এরপর ১৩ রানের ব্যবধানে জেমিমা ও হারলিন দেওল আউট হলে বিপদ বাড়ে ভারতের মেয়েদের। রাবেয়া খানের বলে নিগার সুলতানা জ্যেতির হাতে স্ট্যাম্পিংয়ের শিকার হন জেমিমা রদ্রিগেজ।


নিজের তৃতীয় শিকার বানিয়ে উইকেটে রানের জন্য সংগ্রাম করতে থাকা হারলিনকে ফেরান সুলতানা। শেষদিকে দীপ্তি শর্মার ১০ ও আমানজত কৌরের ১৪ রানে ১০০'শ ছুঁই ছুঁই লক্ষ্য পায় ভারতের মেয়েরা। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন আমানজত। সুলতানা নেন ৩ উইকেট। 


সংক্ষিপ্ত স্কোর-


ভারত- ৯৫/৮ (২০ ওভার) (শেফালি ১৯, আমনজত ১৪*) (সুলতানা ৩/২১)


বাংলাদেশ- ৮৭/১০ (১৯.৫ ওভার) (নিগার ৩৮, স্বর্ণা ৭) (দীপ্তি ৩/১২, শেফালি ৩/১৫) 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball