promotional_ad

ম্যানচেস্টার টেস্টে ওয়ার্নারের নিশ্চয়তা দিচ্ছেন না ম্যাকডোনাল্ডও

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

জ্যাকসের অলরাউন্ড পারফরম্যান্সে মুম্বাইয়ের জয়

১৭ এপ্রিল ২৫
বিসিসিআই

অ্যাশেজের প্রথম দুই টেস্টে ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পর, হেডিংলি টেস্টেও ব্যর্থ হয়েছেন ডেভিড ওয়ার্নার। অজি এই ওপেনারের টানা ব্যর্থতায় দল থেকে ছিটকে পরার শঙ্কা তৈরি হয়েছে। ম্যানচেস্টার টেস্টে তার দলে থাকা নিয়ে গতকাল নিশ্চয়তা দিতে পারেননি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। দলটির কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডও এর নিশ্চয়তা দিতে পারছেন না।


ইংল্যান্ড সফরে অ্যাশেজের প্রথম দুই টেস্টে জয়ের দেখা পাওয়া অস্ট্রেলিয়া, তৃতীয় টেস্টে জয়ের ধারা অব্যাহত রাখতে ব্যর্থ হয়। তবে অজিরা ম্যাচ হারলেও দলের প্রয়োজনে দুর্দান্ত শতক করেছেন দীর্ঘদিন পর দলে ফেরা মিচেল মার্শ। কিন্ত প্রথম দুই ম্যাচের মত হেডিংলি টেস্টেও ওয়ার্নারের ব্যাট কথা বলেনি।


promotional_ad

দুই ইনিংসেই স্টুয়ার্ট ব্রডের শিকার হয়ে করেছেন মোটে পাঁচ রান! সিরিজে তার গড় ২৩.৫। অজি ওপেনারের ব্যর্থতা আর মার্শের এমন প্রত্যাবর্তন এখন প্রশ্ন তুলছে দলে ওয়ার্নারের জায়গা নিয়ে। মার্শের এমন প্রত্যাবর্তনের পর ম্যানচেস্টার টেস্টে তাকে দলের বাইরে রাখতে চাইবে না অস্ট্রেলিয়ান নির্বাচকরা।


এমন সুর অবশ্য পাওয়া গেছে অজি অধিনায়ক কামিন্সের কণ্ঠেও। জয়ের ধারা অব্যাহত রাখতে ব্যর্থ হওয়া কামিন্স একাদশে ওয়ার্নারের জায়গা নিয়ে নিশ্চিত নন। একইসাথে তিনি মনে করেন একাদশ থেকে মার্শকে বাদ দেয়া কঠিন হবে। একই ধারণা রাখছেন ম্যাকডোনাল্ড।


অজিদের হেড কোচ বলেন, 'মিচেল মার্শ যেহেতু দলে এসেছে, আমাদের সবকিছুই বিবেচনা করে দেখতে হবে। আমাদের অলরাউন্ডাররা সহ দলের ব্যালেন্স কেমন হয় সেটা। এই ব্যাপারে প্লেয়ারদের সহযোগিতার প্রয়োজন আছে। এখন লম্বা বিরতি পাওয়া গেছে, বোলারদেরও ফিট থাকতে হবে। আমাদের একজন অতিরিক্ত ব্যাটার যোগ দিয়েছে, তাই আমাদের বিকল্প নিয়েও ভাবতে হবে।'


এদিকে অস্ট্রেলিয়ান বিভিন্ন মিডিয়ার খবর, ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়া ট্রাভিস হেডকে ওপেনিংয়ের জন্য বেছে নিতে পারে, যাতে দলে মার্শের সাথে গ্রিনের জায়গা তৈরি করা যায়। মাসখানেক আগে ভারত সফরে ওয়ার্নার মাঝপথে চোট পেয়ে বাদ পড়েছিলেন, তার পরিবর্তে হেড সাফল্যের সাথে ব্যাটিং করেছিলেন।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball