নতুন কোচ হিসেবে ল্যাঙ্গারে চোখ লক্ষ্ণৌর

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘স্টার্ক নয়, আবেশ খান হতে চাই’
২২ ঘন্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের প্রথম দুই আসরেই বাজিমাত করেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। শিরোপা জিততে না পারলেও অ্যান্ডি ফ্লাওয়ারের অধীনে দুবারই তৃতীয় হয়েছে তারা। তবুও নতুন কোচ নিয়োগ দেয়ার কথা ভাবছে ফ্র্যাঞ্চাইজিটি। যেখানে জাস্টিন ল্যাঙ্গারের নাম শোনা যাচ্ছে।
অস্ট্রেলিয়ার প্রধান কোচের দায়িত্ব ছাড়ার পর থেকেই অবসর সময় পার করছেন ল্যাঙ্গার। স্টিভ স্মিথ-প্যাট কামিন্সদের কোচ হিসেবে পদত্যাগ করার পর আর কোন দলের যুক্ত হননি তিনি। অস্ট্রেলিয়ার হয়ে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন ল্যাঙ্গার।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও কোচিং করানোরও অভিজ্ঞতা আছে তার। বিগ ব্যাশের প্রথম চার আসরে পার্থ স্কচার্সের কোচের দায়িত্ব ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক এই ব্যাটার। তার অধীনে চার মৌসুমের মাঝে তিনবারই শিরোপা জিতেছে দলটি। এমন একজনকে তাই নিজেদের কোচ হিসেবে পেতে চায় লক্ষ্ণৌ।
ল্যাঙ্গারকে পেতে ইতোমধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। আলোচনা ফলপ্রসূ হলে আইপিএলের আগামী মৌসুম থেকে লক্ষ্ণৌর প্রধান কোচের দায়িত্ব নিতে পারেন ল্যাঙ্গার। যদিও সেটা কেবলই নির্ভর করছে ল্যাঙ্গার ও লক্ষ্ণৌর আলোচনা কতটা ফলপ্রসূ হয় সেটার উপর।
এদিকে ল্যাঙ্গার দায়িত্ব নিলে সরে যেতে হবে ফ্লাওয়ারকে। দুই বছরের চুক্তিতে লক্ষ্ণৌর সঙ্গে যুক্ত হয়েছিলেন জিম্বাবুয়ের সাবেক এই ক্রিকেটার। তার অধীনে ফাইনালে উঠতে না পারলেও দুবারই প্লে-অফ খেলেছে দলটি। যদিও কোচ পরিবর্তন নিয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি ফ্র্যাঞ্চাইজিটির কেউই।
ক্রিকবাজ অবশ্য জানাচ্ছে, ফ্লাওয়ারকে সরিয়ে দিলেও বাকি কোচদের পরিবর্তনের সম্ভাবনা নেই। যেখানে সহকারী কোচ বিজয় দাহিয়া, বোলিং কোচ মরনে মরকেল এবং ফিল্ডিং কোচ জন্টি রোডসই আগামী মৌসুমে লক্ষ্ণৌর কোচিং স্টাফে থাকবেন।
প্রত্যাশিত ফল না পাওয়ায় আইপিএলের আরও কয়েকটি দল কোচিং স্টাফে পরিবর্তন আনতে পারে। এদিকে আইপিএলের সবশেষ মৌসুমে পয়েন্ট টেবিলের সাতে থেকে শেষ করেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে পরের মৌসুমেও চন্দ্রকান্ত পণ্ডিতের অধীনেই খেলার কথা ভাবছে ফ্র্যাঞ্চাইজিটি।