শুধু আনন্দ দিতে চাইলে বাজবল সার্কাসে পরিণত হবে: গাভাস্কার

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলের সীমানা বড় করার পরামর্শ গাভাস্কারের
১ এপ্রিল ২৫
হেডিংলিতে ইংল্যান্ড জিতলেও সিরিজের প্রথম দুই টেস্টেই হেরেছেন বেন স্টোকসরা। অনেকেদের ধারণা ছোট কিংবা কম শক্তির দলের বিপক্ষে বাজবল কাজ করলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে সেটা খানিকটা অসহায়। এমন কিছুতে সায় দিচ্ছেন সুনীল গাভাস্কার। সেই কারণে ইংল্যান্ডকে টেস্টের ধাঁচে ফিরতে বলছেন ভারতের সাবেক এই ব্যাটার।
ক্রিস সিলভারউড চলে যাওয়ার পর ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্ব নেন ব্রেন্ডন ম্যাককালাম। এদিকে জো রুট দায়িত্ব ছাড়লে সাদা পোশাকে ইংল্যান্ডের অধিনায়ক হন স্টোকস। তারা দুজনে মিলে টেস্টে রীতিমতো ভিন্ন ঘরানার এক ক্রিকেটের প্রচলন করেন।

খানিকটা আক্রমণাত্বক ক্রিকেটে সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড কিংবা ভারতের মতো দলের বিপক্ষে সাফল্য পেয়েছে তারা। তবে অ্যাশেজে এসে হোঁচট খায় ইংলিশরা। এজবাস্টন ও লর্ডসে হারলে ইংল্যান্ডের অনেক সাবেক ক্রিকেটারই বাজবল নিয়ে প্রশ্ন তোলেন। এমন ধাঁচের ক্রিকেট তারা পছন্দ করলেও তাদের কাছে জয়ই মূখ্য।
এদিকে বাজবল ক্রিকেটকে ভুলে যেতে বলছেন গাভাস্কার। ভারতের সাবেক এই ব্যাটার মনে করেন, এমন ধাঁচের ক্রিকেট কেবল দূর্বল শক্তির বোলিং অ্যাটাকের বিপক্ষে কাজ করবে। গাভাস্কার বলেন, ‘এটি ভুলে যান, সেটা বাজবলের জন্যই। এটা একটু দূর্বল শক্তির বোলিংয়ের বিপক্ষে ঘটছে কিন্তু অস্ট্রেলিয়ার মতো টপ-ক্লাস অ্যাটাকের বিপক্ষে সেটা আবার পুরনো ধাঁচে ফিরেছে এবং এটি টি-টোয়েন্টি শট নয়। টেস্ট ক্রিকেট সর্বোপরি টেস্ট ক্রিকেট।’
ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ ইংলিশ পেসার
১৭ এপ্রিল ২৫
অ্যাশেজ শুরুর আগে স্টোকস জানিয়েছিলেন তারা দর্শকদের আনন্দ দিতে চান। মাঝে স্টুয়ার্ট ব্রডও জানিয়েছেন, জয়-পরাজয় তাদের কাছে কোনো ব্যাপার নয়। বরং তাদের লক্ষ্য টেস্টের যারা সমর্থক তাদের আনন্দ দেয়া। তাদের এমন বক্তব্যের প্রতিবাদ করেছিলেন জিওফ বয়কট।
ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটার মনে করেন, এভাবে চলতে থাকলে অ্যাশেজ এক সময় প্রদর্শনী ম্যাচে নেমে আসবে। এদিকে গাভাস্কার জানান, আপনি শুধু আনন্দ দেয়ার জন্য বাজবল খেললে এটা সার্কাসে পরিণত হবে। ইংল্যান্ড যে ভিন্ন কিছু ভাবা বাদ দিয়েছে সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি।
গাভাস্কার বলেন, ‘যা দলকে জেতায় তারা (ইংল্যান্ড) সেই বস্তুটিই হারিয়েছে এবং তারপর যদি আপনি বিনোদন দিতে চান তাহলে সব উপায়ে দিতে পারেন। কিন্তু আপনি কেন জিততে পারেন না এবং বিনোদন দিতে পারেন না। আপনি যখন নিজের থেকে এগিয়ে যাবেন- ইংল্যান্ড আসলে সেটাই করছে।
‘তারা আসলে ভাবা বন্ধ করে দিয়েছে। বয়কট লর্ডস টেস্টের আগে বলেছিল যেখানে স্বাগতিকরা ৪৩ রানে হেরেছিল। আপনি যদি শুধু আনন্দ দিতে চান তাহলে সেটা সার্কাসে পরিণত হবে। এটাই, তাহলে বিশ্বজুড়ে পেশাদার সার্কাস হয়ে যান।’