‘আমরা বাংলাদেশের চেয়ে সবসময় এক ধাপ এগিয়ে ছিলাম’

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ ছাড়ার আগে ‘প্রাণ হারানো’র ভয়ে ছিলেন হাথুরুসিংহে
১ ঘন্টা আগে
বাংলাদেশে এর আগে দুইবার সফরে এসে ২-১ ব্যবধানে হেরেছে আফগানিস্তান। যদিও এবার ২ ওয়ানডে খেলে দুটিতেই জিতে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে আফগানিস্তান। যদিও এই সিরিজ জয়টি সহজে আসেনি বলে মনে করেন হামিদ হাসান।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে ঈদের ছুটি বাদ দিয়ে আবু ধাবিতে অনুশীলন করেছে আফগানিস্তান। এই হাড়ভাঙা পরিশ্রমই তাদের সিরিজ জয়ের দুয়ার খুলে দিয়েছে বলে মনে করেন হামিদ।

তিনি বলেন, 'তাদের সহজে হারাইনি। এটার জন্য আমাদের অনেক অনুশীলন করতে হয়েছে এবং এভাবেই আমরা তৈরি হয়েছি।'
আফগানিস্তানকে নিয়ে টি-টোয়েন্টি সিরিজের পরিকল্পনা বিসিবির
১৪ মার্চ ২৫
ওয়ানডে সিরিজের দুই ম্যাচেই বাংলাদেশের ব্যাটাররা রীতিমতো ব্যর্থ হয়েছেন। সিরিজের প্রথম দুই ম্যাচে দুশো পার করতে পারেননি টাইগার ব্যাটাররা। বাংলাদেশ সংগ্রহ করতে পারে কেবল ১৬৯। দ্বিতীয় ওয়ানডেতে টাইগাররা অল আউট হয়েছিল ১৮৯ রানে। বাংলাদেশের এমন ব্যাটিংয়ের ধরনে অবাক হয়েছেন হামিদও।
বাংলাদেশের ব্যাটিংয়ের ধরনে অবাক হয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে হামিদ বলেন, 'হ্যা (অবাক হয়েছি)। আমরা কিছুটা ইতিবাচক ক্রিকেট খেলেছি। তাদের চেয়ে সম্ভবত এক ধাপ এগিয়ে ছিলাম আমরা। এ কারনেই তারা আমাদের বোলারদের ধরতে পারেনি অথবা ব্যাটারদের থামাতে পারেনি। এটাই সম্ভবত মূল বিষয় ছিল, আমরা ভেবেছি আমরা বাংলাদেশের চেয়ে এক ধাপ এগিয়ে এবং ফলাফল আপনারা দেখতেই পাচ্ছেন।'
বাংলাদেশকে নিজেদের মাটিতে হারানোকে বড় অর্জন হিসেবেই মানছেন হামিদ। নিজেদের ওপর বিশ্বাসই তাদের এই সাফল্য এনে দিয়েছে বলে মনে করেন আফগানিস্তানের এই পেসার। এই বিশ্বাস নিয়ে খেলতে নামলে যে কাউকেই হারানো সম্ভব।
তৃতীয় ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে হামিদ বলেছেন, 'বাংলাদেশকে তাদের মাটিতে হারানো আমার মনে হয় না সহজ কাজ। কিন্তু এর পেছনেও আমরা অনেক কাজ করেছি। আমরা প্রতিদিন ৫-৬ ঘণ্টা অনুশীলন করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে নিজেদের প্রতি আমাদের বিশ্বাস ছিল। এটা সবার জন্যই গুরুত্বপূর্ণ ছিল। যদি আপনার নিজের ওপর বিশ্বাস থাকে তাহলে আপনি যে কাউকে হারাতে পারবেন।'