promotional_ad

‘লিটন বিশ্বমানের, ফর্ম নিয়ে চিন্তা নেই’

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পিএসএল থেকে কিছুই আনতে পারিনি, পাওয়ার চেয়ে হারালাম বেশি: লিটন

১৩ এপ্রিল ২৫
লিটন দাস, ক্রিকফ্রেঞ্জি

ক্রিকেটের তিন সংস্করণেই সবশেষ বছরটা স্বপ্নের মতো কাটিয়েছেন লিটন দাস। তবে নতুন বছর শুরু হতেই যেন ওয়ানডেতে নিজের সেরা ছন্দ খুঁজে পাচ্ছেন না ডানহাতি এই ওপেনার। বিশ্বকাপের বছরে ধারাবাহিক পারফর্ম করতে না পারা লিটনের ফর্ম নিয়ে অবশ্য চিন্তিত নন নিক পোথাস।


সবশেষ বছর বাংলাদেশের জার্সিতে ১৩ ওয়ানডে খেলেছিলেন লিটন। যেখানে ৫২.৫৫ গড়ে ব্যাটিং করা ডানহাতি এই ওপেনার এক সেঞ্চুরির সঙ্গে পেয়েছিলেন ৪ হাফ সেঞ্চুরি। গত বছর এমন ছন্দে থাকা লিটন যেন বিশ্বকাপের বছরে ঠিকঠাক খেলতে পারছেন না।


টি-টোয়েন্টি ও টেস্টে ফর্ম ঠিকঠাক থাকলেও ৫০ ওভারের ক্রিকেটে নিয়মিত রান পাচ্ছেন না। এ বছর ১১ ওয়ানডে খেলেছেন ২৪৮ রান করেছেন লিটন। যেখানে গড় মোটে ২৪.৮০। চলতি বছরে দুটি হাফ সেঞ্চুরি করা এই ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন তিনবার।


promotional_ad

আফগানিস্তানের বিপক্ষে পরিসংখ্যানটা বরাবরই সমৃদ্ধ লিটনের। চল্লিশের বেশি গড়ে রান করা তিনিই এবার যেন একেবারে নিষ্প্রভ। প্রথম ম্যাচে ২৬ রান লিটন দ্বিতীয় ওয়ানডেতে আউট হয়েছেন ১৩ রান করে। সেরা ছন্দে না থাকলেও লিটনের ফর্ম নিয়ে চিন্তিত নন পোথাস।


আরো পড়ুন

চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই বিসিবির চাকরি ছাড়লেন পোথাস

১৭ জানুয়ারি ২৫
অনুশীলনে নিক পোথাস, ফাইল ফটো

সংবাদ সম্মেলনে লিটনের ফর্ম নিয়ে প্রশ্ন করতেই বাংলাদেশের সহকারী কোচ বলেন, ‘তার ফর্ম নিয়ে আমরা কখনই উদ্বিগ্ন নই। সে বিশ্বমানের একজন ক্রিকেটার।’


এদিকে তামিম ইকবাল না থাকায় আফগানিস্তানের বিপক্ষে শেষ দুই ওয়ানডেতে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পেয়েছেন লিটন। সিরিজের দ্বিতীয় ওয়ানডের আগে তাকে প্রশ্ন করা হয়েছিল ফর্ম নিয়ে। সেসময় লিটন পাল্টা প্রশ্ন করেন, ‘ফর্ম কি, ভাই?’


এরপর ২৪ কিংবা ২৫ গড়ের কথা মনে করিয়ে দিতে লিটন বলেন, ‘গড়? ২৫-২৬ একদম খারাপ নয়। আপনি কত চান? ৫০ করাই লাগবে প্রতি ম্যাচে! (হাসি)। দেখুন, ক্রিকেটে একটা সিরিজ ভালো যাবে, একটা খারাপ যাবে। এটা স্বাভাবিক।’


‘ফর্ম আসবে-যাবে, এটা এমন কোনো কিছু নয়। তিন ফরম্যাট খেলছি, একটি ফরম্যাট খারাপ যেতেই পারে। আমার কাছে মনে হয় না… বাড়তি কোনো চাপ নেই। আমি সাধারণভাবেই আমার ক্রিকেট নিয়ে চিন্তা করছি, কীভাবে আরও ভালো করা যায়, চেষ্টা করছি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball