দলে ওয়ার্নারের জায়গা নিয়ে প্রশ্ন হিলির

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের এমএলসিতে খেলবেন ওয়ার্নার
১৯ এপ্রিল ২৫
অ্যাশেজের চলমান সিরিজে এখন পর্যন্ত ব্যাট হাতে একেবারেই ব্যর্থ ডেভিড ওয়ার্নার। প্রথম দুই টেস্টের মত তৃতীয় টেস্টেও তার ব্যাট ছিল নিশ্চুপ। ফলে বাকি দুই ম্যাচে এই অস্ট্রেলিয়ান ওপেনারের একাদশে থাকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ইয়ান হিলি।
ইংল্যান্ড সফরে সময়টা একদমই ভালো যাচ্ছে না ওয়ার্নারের। প্রথম দুই টেস্টের চার ইনিংসে একটি হাফ সেঞ্চুরি সহ করেছেন মাত্র ১৩৬ রান! সিরিজের তৃতীয় টেস্টেও তার ব্যাট হাসেনি। প্রথম ইনিংসে এক এবং পরের ইনিংসে করেছেন চার রান। তার এমন পারফরম্যান্সে মোটেও খুশি হতে পারছেন না সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিলি।

তৃতীয় টেস্টে দুই ইনিংস সহ এখন পর্যন্ত মোট ১৭ বার ইংলিশ বোলার স্টুয়ার্ট ব্রডের শিকার হয়েছেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ান এই ওপেনারের অফ-ফর্ম এবং ব্রডের বলে তার আউট হওয়ার ধরন নিয়ে চিন্তিত হিলি।
২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা পুকোভস্কি
৮ এপ্রিল ২৫
হিলি বলেন, 'সে অনেক হাসছে, আমি আশাকরি এটি হাসি নয় বরং এটি কেবল হাসির মতো দেখতে। শুধুমাত্র ব্রডই তাকে অস্থির করে তুলছে ব্যাপারটা এমন নয়, গত দুই বছরে বিশ্বের কোনও বোলাকে তার বিপক্ষে বোলিং করতে সমস্যায় পড়তে হয়নি। আমি চিন্তায় আছি যে আমরা তাকে (টেস্টের ম্যাচের জন্য) আর বাছাই করতে পারব কিনা, এমনকি সেটা পরের টেস্টের জন্যেও!'
অ্যাশেজ সিরিজের আগে থেকেই ব্যাট হাতে খারাপ সময় যাচ্ছে ওয়ার্নারের। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুই ইনিংসেই করেছিলেন মাত্র ৪৪ রান, এর আগে চলতি বছরের শুরুতে ভারত সফরের দুই টেস্টে করেছেন মাত্র ৪২ রান! চলতি বছরে ৭ টেস্টে মোটে একটি হাফ সেঞ্চুরি করতে পেরেছেন তিনি।
২০২০ সালে নিউজিল্যান্ডের সাথে সাদা জার্সিতে শতকের দেখা পাওয়ার পর ওয়ার্নারকে অপেক্ষা করতে হয়েছে ১৬ টেস্ট। গত বছরের ডিসেম্বরে দেশের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে ডাবল সেঞ্চুরি করে নিজের প্রত্যাবর্তনের আভাস দিলেও আবারও নিশ্চুপ হয়ে যায় তার ব্যাট। ২০২৪ সালে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে নিজের শেষ টেস্ট খেলার ইচ্ছা পোষণ করেছেন ওয়ার্নার। সেই পর্যন্ত তিনি দলে থাকেন কিনা সেটাই এখন দেখার।