promotional_ad

ইংলিশরা আমাকে শর্ট বলে দারুণ ব্যাটার বানিয়েছে: হেড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বিধ্বংসী ব্যাটিং মন্ত্রে হেড-অভিষেকেই ভরসা হায়দরাবাদের

২২ মার্চ ২৫
ট্রাভিস হেড ও অভিষেক শর্মাতেই আস্থা সানরাইজার্স হায়দরাবাদের, ফাইল ছবি

চলমান অ্যাশেজে ট্রাভিস হেডের জন্য শর্ট বলের ফাঁদ তৈরি করেছিল ইংল্যান্ড। সিরিজের ছয় ইনিংসে একের পর এক শর্ট বল খেলতে থাকা এই অস্ট্রেলিয়ান ব্যাটার মনে করেন, ইংলিশদের করা এই ধরনের বলগুলো তাকে শর্ট বলের একজন ভালো খেলোয়াড়ে পরিণত করেছে।


শনিবার হেডিংলিতে অস্ট্রেলিয়ার হয়ে গুরুত্বপূর্ণ ৭৭ রান তোলেন হেড, তৃতীয় টেস্টের এই ইনিংসটি তার ক্যারিয়ারের সবচেয়ে পরিণত ইনিংসের একটি। অবশ্য তার এমন ইনিংসের পরও তিন উইকেটে হারে অস্ট্রেলিয়া।


promotional_ad

তবে ম্যাচের তৃতীয় দিন মার্ক উড, ক্রিস উকসের একের পর এক শর্ট বলকে দারুণভাবে খেলেছেন হেড। অজিদের হয়ে পাঁচ নাম্বার পজিশনে ব্যাট করা হেডের জন্য সিরিজ জুড়েই ইংলিশরা ফাঁদ তৈরি করেছিল শর্ট বলের।


আরো পড়ুন

২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা পুকোভস্কি

৮ এপ্রিল ২৫
২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা উইল পুকোভস্কি, ফাইল ফটো

অস্ট্রেলিয়ার পরিসংখ্যান সরবরাহকারী ওপ্টার এক পরিসংখ্যানে দেখা যায়, চলতি সিরিজে হেড দ্রুতগতির ২৪৮টি বলের মুখোমুখি হয়েছে, তার মধ্যে প্রায় ৭০.৭ শতাংশ শর্ট বল ছিল। কিন্ত এমন বাউন্স বলের মধ্যেও ৭৩.৪৮ স্ট্রাইক-রেটে ৪৪.৩৩ গড়ে থাকাকালীন ছয় ইনিংসে মাত্র একবার প্রকৃতপক্ষে একটি বাউন্সার বলে আউট হয়েছেন হেড।


ইংলিশদের করা এমন পরিকল্পনা দেখে অবাক হননি হেড, 'আমি তাদের পরিকল্পনাটি দেখে অবাক হইনি, আমি এর জন্য প্রস্তুত ছিলাম। আমি ভেবেছিলাম বাউন্স বল আসবে, কিন্ত ঠিক যে পরিমাণে তারা শর্ট বল করেছে, সেটা ভাবিনি।'

হেড বলেছেন লন্ডনে পৌছানোর পর তার মনে হয়েছে তার যেন পুল শট খেলাই বন্ধ হয়ে গেছে! ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ১৬৩ রানে শর্ট বলে ক্যাচ দেওয়ার মুহূর্ত থেকেই হেড জানতেন যে, ইংল্যান্ডও এটি অনুসরণ করবে। সিরিজ জুড়েই পুল শট খেলতে ব্যর্থ হয়েছেন এই অজি ব্যাটার, 'আমার মনে হয় যদি ইংল্যান্ড থেকে আমি কিছু নিয়ে চলে যাই, সেটা হবে হয়তো একটি পুল শট।'


ম্যাচের তৃতীয় দিন ইংল্যান্ড হেডের জন্য ফ্লাই স্লিপ এবং ফরোয়ার্ড স্কয়ার লেগের মধ্যে ছয়জন ফিল্ডারের সাজিয়ে রাখেন, তবে সাউথ অস্ট্রেলিয়ান ব্যাট হাতে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। তিনি হুক কিংবা পুল শট এড়িয়ে খেলার কনোও আগ্রহ দেখায় নি, তার করা ৭৭ রানের ৩৫ রান এসেছে শর্ট বল থেকেই।


হেড বলেন, 'এটা ভিন্ন কিছু নয়... আমি এখনও নিজের সর্বোচ্চ চেষ্টা করব আমার পক্ষ সেরা ফরোয়ার্ড ডিফেন্সে খেলতে। হ্যাঁ, আমি এভাবেই খেলতে যাচ্ছি এবং হতে পারে যার একটি আমি মিস করব, কিংবা এমনও হতে পারে যার একটি বল ব্যাটের কানায় লেগে ক্যাচ হতে পারে।' এ সময় তিনিই শর্ট বলে খেলার ব্যাপারে বলেন, 'আমি মানুষিক ভাবে এটা নিয়েছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball