promotional_ad

হেডিংলিতে ইংল্যান্ডের জয়ের নায়ক ব্রুক

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


প্রথম দুই টেস্টে হারলেও হেডিংলিতে তৃতীয় টেস্ট জিতে এখনও অ্যাশেজে আশা বাঁচিয়ে রেখেছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার ২৫১ রানের লক্ষ্য তাড়ায় হ্যারি ব্রুকের নায়কোচিত ইনিংসে ৩ উইকেটের জয় পেয়েছে স্বাগতিকরা। ফলে এখান থেকে ৩-২ ব্যবধানে সিরিজ জয়ের স্বপ্ন দেখতেই পারে ইংল্যান্ড।


ওলি পোপের ইনজুরিতে তিন নম্বরে প্রমোশন পেয়েছিলেন ব্রুক। প্রথম ইনিংসে এই পজিশনে নেমে ব্যর্থ হয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে তাকে নামানো হয় পাঁচ নম্বরে। সেখানেই তিনি নিজেকে প্রমাণ করেছেন। খেলেছেন ৯৩ বলে ৯ চারে ৭৫ রান।


আগেরদিন বল হাতে দলকে ম্যাচে ফিরিয়েছিলেন ক্রিস ওকস। এবার ব্যাট হাতেও দলের আস্থার প্রতিদান দিয়েছেন তিনি। শেষদিকে তার ৪৭ বলে ৩২ রানের ইনিংসে ইংল্যান্ডের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। ব্রুকের সঙ্গে সপ্তম উইকেটে তার ৭৩ বলে ৫৯ রানের ইনিংসই ম্যাচ থেকে ছিটকে দিয়েছে অস্ট্রেলিয়াকে।


promotional_ad

২৫১ রানের লক্ষ্য আগের দিনই ২৭ রান তুলে ইংল্যান্ড নামিয়ে এনেছিল ২২৪ রানে। দিনের শুরুতে আর ১৫ রান যোগ করেন পারেন তারা। অজি পেসার মিচেল স্টার্কের করা ফুল লেংথ বলের লাইন মিস করে এলবিডব্লিউ হয়েছেন ডাকেট। এরপর রিভিউ নিলেও বাঁচতে পারেননি তিনি। রিপ্লে দেখে থার্ড আম্পায়ারও তাকে আউট দেন।


দ্বিতীয় ইনিংসে প্রমোশন দেয়া হয় মঈন আলীকে। তিনি ৫ রানের বেশি করতে পারেননি এই ইনিংসে। স্টার্কের বলে বোল্ড হয়ে শেষ হয় তার ইনিংস। এরপর জো রুটকে নিয়ে ইংল্যান্ডের হাল ধরেন ক্রলি। ব্যক্তিগত ৪৪ রানে ক্রলি টাইমিংয়ের গড়বড় করে মিচেল মার্শের বলে উইকেটের পেছনে অ্যালেক্স ক্যারিকে ক্যাচ দিয়েছেন।


এরপর বেশিক্ষণ টিকতে পারেননি রুটও। তার ব্যাট থেকে আসে মাত্র ২১ রান। লর্ডস টেস্টে ইংল্যান্ডের আশার আলো দেখানো বেন স্টোকসও এদিন বেশি কিছু করতে পারেননি। ইংলিশ অধিনায়ক ১৩ রান করে যখন ফিরে যান ইংল্যান্ডের রান তখন ১৬১। এরপর ১০ রান করে জনি বেয়ারস্টো কাঁটা পড়লে ইংল্যান্ডের জয় নিয়ে ধোঁয়াশা জাগে।


সেখান থেকেই ইংল্যান্ডকে পথ দেখিয়েছেন ব্রুক ও ওকস। ব্রুক আউট হয়ে গেলেও ওকস ইংল্যান্ডকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। মার্ক উড ৮ বলে ১৬ রান করে অপরাজিত ছিলেন। অস্ট্রেলিয়ার হয়ে ৫ উইকেট নিয়েছেন স্টার্ক। মার্শ ও কামিন্সের ঝুলিতে গেছে একটি করে উইকেট।


এর আগে প্রথম ইনিংসে ২৬৩ রান করে অল আউট হয় অস্ট্রেলিয়া। জবাবে খেলতে নেমে ২৩৭ রান করতে পারে ইংলিশরা। ২৬ রানের লিড নিয়ে খেলতে নেমে ২২৪ রান করে অল আউট হয় অজিরা। ফলে ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৫১ রানের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball