মন তো খারাপ হবেই: পাপন

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ হেরেছে বাংলাদেশ। পরদিন নারী ক্রিকেট দলও ভারতের বিপক্ষে হারের স্বাদ পেয়েছে। পুরুষ-নারী উভয় দলের পরাজয় মাঠে বসেই দেখেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।
আফগানিস্তানের বিপক্ষে এর আগে কখনও ওয়ানডে সিরিজ হারেনি বাংলাদেশ। কিন্তু চট্টগ্রামে খেলতে নেমে বদলে গিয়েছে সব হিসেব-নিকেশ। টানা দুই হারে ইতোমধ্যে সিরিজ হেরে বসেছে স্বাগতিকরা। আর দুটি ম্যাচেই মাঠে ছিলেন নাজমুল হাসান।
এদিকে ছেলেদের হার দেখে পর দিন (রবিবার) বোর্ড প্রেসিডেন্ট মিরপুরে এসেছিলেন বাংলাদেশ-ভারতের ম্যাচ দেখতে। এখানেও তাকে হতাশ হয়েই বাড়ি ফিরতে হয়েছে। তাই মন খারাপ করেই বাড়ি ফিরতে হয়েছে নাজমুল হাসানকে।

মাঠ থেকে বেরিয়ে গাড়িতে ওঠে বাংলাদেশের দুই দলের হারের কথা বলতে গিয়ে নাজমুল হাসান জানান, শুধু তার নয়, পুরো বাংলাদেশেরই মন খারাপ। তিনি বলেন, মন তো খারাপ হবেই। এটা সবাই জানে, পুরা বাংলাদেশের সবার মন খারাপ।
ভারতের বিপক্ষে রবিবার ৭ উইকেটে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে গিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। পুরুষদের ক্রিকেটদের তুলনায় নারীদের ক্রিকেটের উন্নয়নটা বেশী না হলেও, এশিয়া কাপ জয়ের কীর্তি আছে মেয়েদের।
এসব ছাপিয়ে বোর্ড প্রেসিডেন্ট স্বীকার করলেন, মেয়েদের বেশী সুযোগ সুবিধা দিতে না পারার কথা। তিনি বলেন, 'মেয়েদের তো আমরা সুযোগ সুবিধা দিতে পারি না, এটা তো অস্বীকার করার সুযোগ নেই। তবে সামর্থ্য অনুযায়ী ওরা খুব ভালো খেলেছে।'
১১ বছর পর আবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি-টোয়েন্টি সিরিজ শেষে ভারতের নারী দলের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজেও মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল।
এই তিন ম্যাচের সিরিজও শেরে বাংলা স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে। ১৬ জুলাই শুরু হবে ওয়ানডে সিরিজ। এরপর ১৯ এবং ২২ জুলাই একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। সবগুলো ম্যাচই হবে মিরপুর স্টেডিয়ামে।