সিরিজ জিতেও তৃপ্ত নয় আফগানিস্তান, নজর হোয়াইটওয়াশে

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
তিন ম্যাচের সিরিজ খেলতে পাকিস্তানে পা রাখল বাংলাদেশ
৩ ঘন্টা আগে
গত ৯ বছরে ঘরের মাটিতে কেবল ইংল্যান্ডের বিপক্ষেই সিরিজ হারে বাংলাদেশ। এবার সেখানে যুক্ত হলো আফগানিস্তানের নাম। যদিও বাংলাদেশকে সিরিজ হারিয়েই তৃপ্ত নয় আফগানরা। এশিয়া কাপ এবং বিশ্বকাপের জন্য আরও ভালোভাবে প্রস্তুত হতে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চায় তারা।
২০১৪ সালের জুনের পর থেকে বাংলাদেশে এসে সিরিজ জিততে পারে শুধু ইংল্যান্ডই। ২০১৬ সালের অক্টোবরে বাংলাদেশকে ২-১ ব্যবধানে হারায় তারা। তারপর আট বছরেরও বেশি সময় ঘরের মাঠে সিরিজ হারেনি বাংলাদেশ।

এরপর গত মার্চে আবারও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হারে তারা। এবার ব্যবধান ছিল ২-১। আর এবার বাংলাদেশকে পরাজয়ের গ্লানিতে ভাসালো আফগানরা। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ জুলাই। এবার সেই ম্যাচে জিততে চায় আফগানরা।
দিল্লিতে ব্রুকের বদলি সেদিকউল্লাহ
৭ মে ২৫
দলটির হেড কোচ জনাথন ট্রট 'হোয়াইটওয়াশ করতে চান কিনা' এমন এক প্রশ্নের জবাবে বলেন, 'এটাও গুরুত্বপূর্ণ যে, পরের ম্যাচে আমরা যেন মনোযোগ দেই। আমরা এমনিতে খুব বেশি ভেঙে পড়ি না, খুব বেশি উত্তেজিতও হই না। এশিয়া কাপ ও বিশ্বকাপের দিকে তাকিয়ে উন্নতি করতে চাইলে এখানেই আমরা তৃপ্ত হতে পারি না। এরকম প্রতিযোগিতায় ও টুর্নামেন্টে জিততে হয় এবং সেই জয়ের ধারা ধরে রাখতে হয়। একটা সিরিজ জিতেই রিল্যাক্স করা যায় না। ধরে রাখতে হয়। আমাদের সামনে তাই চ্যালেঞ্জ হলো আজকের মতো পারফরম্যান্স ধরে রাখা।'
যদিও বাংলাদেশকে এখনও সমীহ করছেন আফগান কোচ, 'তবে বাংলাদেশ ভালো দল। আমার মনে হয়, তারা এখানে (সিরিজ) হারেনি… কত বছর ধরে? ৮ বছর… ওহ, ইংল্যান্ডের সঙ্গে একটি মিল থাকা দারুণ ব্যাপার (হাসি)… এটা ভালো। আশা করি, তৃতীয় ম্যাচটিও আমাদের ভালো যাবে এবং ৩-০ করতে পারব।'
ঘরের মাঠে শেষবার ২০১৪ সালের ফেব্রুয়ারিতে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। সেবার শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ ব্যবধানে হারে তারা। এরপর দেশের মাঠে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেনি কেউই।