হেডিংলিতে জিততে ইংল্যান্ডের প্রয়োজন ২২৪ রান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ভারতকে না করে ইংল্যান্ডকে ৩ ফাইনাল আয়োজনের স্বত্ব দিল আইসিসি

৭ ঘন্টা আগে
আইসিসি

বৃষ্টিতে ভেসে যায় হেডিংলি টেস্টের তৃতীয় দিনের প্রথম দুই সেশন। শেষ সেশনে বল হাতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। ট্রাভিস হেডের ৭৭ রানের ইনিংসে অস্ট্রেলিয়া অবশ্য স্বাগতিকদের ২৫১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যই ছুঁড়ে দেয়। রান তাড়ার মিশনে নেমে নিজেদের দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ২৭ রান তুলেছে ইংল্যান্ড। ম্যাচটি জিততে তাদের দরকার আরও ২২৪ রান। হাতে আছে দশটি উইকেট। এই মাঠে সবশেষ চার টেস্টেই চারটিতেই জিতেছে ইংল্যান্ড।


২০১৯ সালের অ্যাশেজেও এই মাঠে ৩৫৯ রান তাড়া করে জিতেছে ইংলিশরা। বেন স্টোকসের সেঞ্চুরি ও জ্যাক লিচের সঙ্গে শেষ উইকেট তার জুটিতে সেদিন এক উইকেটের জয় পায় ইংল্যান্ড। কাকতালীয়ভাবে এবার সিরিজে ফেরার মিশনে সেই হেডিংলিতেই খেলছে স্বাগতিকরা।


promotional_ad

প্রথম দুই সেশন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর তৃতীয় দিনের খেলা শুরু হয় একদম শেষ ভাগে। অস্ট্রেলিয়া ব্যাটিং শুরু করে চার উইকেটে ১১৬ রান নিয়ে। এরপর অবশ্য এক ওভার হয়েই আবার বৃষ্টির হয়, ফলে বন্ধ হয়ে যায় খেলা।


আরো পড়ুন

ইনজুরিতে দেশে ফিরেছেন শর্ট, বদলি ম্যাকগার্ক

১৫ ঘন্টা আগে
ম্যাট শর্ট (বামে) ও জেক ফ্রেজার-ম্যাকগার্ক (ডানে), ফাইল ফটো

কিছুক্ষণ পরই আবার খেলা শুরু হয়। দিনের প্রথম ব্যাটার হিসেবে ফিরে যান আগের ইনিংসের সেঞ্চুরিয়ান মিচেল মার্শ (২৮)। ক্রিস ওকসের বাড়তি বাউন্সের ডেলিভারিটি তার ব্যাটের কানা ছুঁয়ে বল জমা হয় উইকেটরক্ষকের গ্লাভসে।


অ্যালেক্স ক্যারিও বিদায় নেন দ্রুত। তাকেও ফেরান ওকস। বল ছেড়ে দেয়ার চেষ্টায় স্টাম্পে টেনে আনেন এই উইকেটরক্ষক ব্যাটার। তারপর বেশিক্ষণ টিকতে পারেননি মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। পরপর দুই ওভারে তাদের বিদায় করেন মার্ক উড।


সেখান থেকে পাল্টা আক্রমণ শুরু করেন এক প্রান্ত আগলে রাখা হেড। স্পিনার টড মার্ফিকে নিয়ে নবম উইকেটে ৩৮ এবং স্কট বোল্যান্ডের সঙ্গে শেষ উইকেট জুতিতে ১৩ রান তোলেন তিনি। দলের লিড চলে যায় আড়াইশতে।


শেষদিকে মার্ফি এবং হেডকে বিদায় করেন স্টুয়ার্ট ব্রড। ইনিংসে ৪৫ রানে তিন উইকেট নেন তিনি। ওকসও নেন তিন উইকেট। রান তাড়ায় করতে নেমে দিনের শেষ পাঁচ ওভারে কোনো বিপত্তি ঘটতে দেননি বেন ডাকেট এবং জ্যাক ক্রলি। ডাকেট ১৮ ও ক্রলি ৯ রান নিয়ে চতুর্থ দিন শুরু করবেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball