জিততে না পারলে ভালো করার মর্ম নেই: জ্যোতি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ ছাড়ার আগে ‘প্রাণ হারানো’র ভয়ে ছিলেন হাথুরুসিংহে
৫ ঘন্টা আগে
আন্তর্জাতিক পর্যায়ে উপমহাদেশের নারী ক্রিকেট দলগুলোর ভেতর ভারতের দাপট বরাবরই বেশি। তবে প্রতিদ্বন্দ্বিতার বিচারে বাংলাদেশের বিপক্ষে লড়াই করেই জিততে হয় হরমনপ্রীত কৌরের দলকে। জয়ের পাল্লা ভারতের বেশী হলেও বেশ কয়েকবারই খুব কাছে গিয়ে হেরেছে বাংলাদেশ।
এবার অবশ্য বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে ভালো সুযোগ। তিন ম্যাচের টি-টোয়েন্টি ও সমান সংখ্যক ওয়ানডে খেলতে বাংলাদেশে এসেছে ভারতের নারী দল। রোববার মিরপুরে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানিয়েছেন, ঘরের মাঠে ফলাফল নিজেদের পক্ষে আনতে চান তারা।
শনিবার তিনি বলেন, ‘প্রথমত দেখেন যে, অনেকদিন পর আমাদের এখানে খেলা, আমাদের রোমাঞ্চ কাজ করছে। এর চেয়ে বেশি কাজ করছে, আমাদের ভালো করার ইচ্ছে। কারণ, আমরা জানি যতই ভালো ক্রিকেট খেলি, যদি জিততে না পারি, সেক্ষেত্রে সেই ভালোটার মর্ম থাকে না। ’

‘এই মোমেন্টামটা পিক করার জন্য হোল্ড করে আছি। দল হিসেবে ধারাবাহিকভাবে ভালো খেলতে খেলতে শেষ মুহূর্তে গিয়ে ম্যাচ জিতছি না। হয়তো দেখা যাচ্ছে, একটা ম্যাচ জিততেছি। আমরা চাচ্ছি, ধারবাহিকভাবে ভালো খেলি। জেতার হারটা বেড়ে যায়। বিশ্ব ক্রিকেট যেভাবে উন্নতি করছে, আমাদের জয়ের হারটা বাড়াতে হবে। পুরো দলের এটাই ইচ্ছা।’
ভারতের কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেন আইয়ার-কিশান, শীর্ষে কোহলি-রোহিত
১ ঘন্টা আগে
ভারতের বিপক্ষে এখন অবধি ১৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। কিন্তু জয় এসেছে স্রেফ দুটিতে। সেগুলো বাংলাদেশের ইতিহাস গড়া ২০১৮ এশিয়া কাপে। দুই দলের শক্তির ব্যবধান স্পষ্ট হলেও প্রতিপক্ষকে নিয়ে খুব একটা ভাবতে চান না বাংলাদেশ অধিনায়ক।
তিনি বলেন, ‘আমি চাচ্ছি না ওদেরকে নিয়ে এভাবে চিন্তা-ভাবনা করতে। আমার মনে হয়, আমাদের ক্রিকেটাররা যদি ভালো ক্রিকেট খেলতে পারে তখন আমার কাছে মনে হয় আমরা ভালো ফল পাবো। ওরা আমাদের চেয়ে বেশি ম্যাচ খেলে এসেছে, আমরা কিন্তু সম্প্রতি দ্বিপাক্ষিক সিরিজের মধ্যে এসেছি। এফটিপিতে আছি। নিয়মিত ভিত্তিতে ম্যাচ খেলবো। খেলতে খেলতে কিন্তু অভিজ্ঞতা হয়েছে। আমার কাছে মনে হয় আমাদের কাছেও সেই সুযোগ আছে, ম্যাচ খেলে খেলে অভিজ্ঞ হওয়ার। ’
‘ওদের অনেক ভালো খেলোয়াড় আছে। হারমানপ্রীত আছে, স্মৃতি আছে, শেফালি আছে। ওদের বিপক্ষে আমাদের পরিকল্পনা থাকবে। আমি বলব যে, আমাদের বোলিং আক্রমণ এখন সবার সেরা। নির্দিষ্ট দিনে সবাই হয়তো জ্বলে উঠে না। দুই একটা ব্যাটার করে। তাদের বিপক্ষে যদি আমরা ভালো পরিকল্পনা সাজাতে পারি, সঠিক বোলিং করতে পারি, এবং শুরুতে যদি সুযোগ নিতে পারি, তাহলে কেউ হুমকি হয়ে দাঁড়াতে পারবে না।
১১ বছর পর আবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি-টোয়েন্টি সিরিজ শেষে ভারতের নারী দলের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজেও মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল।
সেই তিন ম্যাচের সিরিজও শেরে বাংলা স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে। ১৬ জুলাই শুরু হবে ওয়ানডে সিরিজ। এরপর ১৯ এবং ২২ জুলাই একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। এতো বছর পর মিরপুরে খেলার প্রসঙ্গে জ্যোতি বলেন, 'প্রথমত যে ১১ বছর পর আমরা এখানে খেলছি। আমরা এখনও বলতে পারছি না, দর্শক কম হবে কি না।'
'হতে পারে দর্শক আরও বেশি হতে পারে। সিলেটে যখন আমরা খেলেছি, অনেক দর্শক আমরা পেয়েছি। যেভাবে উইমেন ক্রিকেট এখন গ্রো করছে এখন কিন্তু অনেক মানুষের মধ্যে উইমেন ক্রিকেট নিয়ে এক্সসাইটমেন্ট কাজ করছে। যেহেতু লম্বা সময় পর এখানে খেলা অবশ্যই যারা ক্রিকেট ভক্ত, ক্রিকেটকে সাপোর্ট করবে ইভেন ক্রিকেট রেগুলার ফলো করে, তারা মাঠে আসবে' যোগ করেন তিনি।