নাসেরের প্রশ্ন, স্টোকস-উডরা কি ‘মাংসের টুকরো’?

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, সাকিবদের দেশপ্রেম ও নাসেরের চোখে বাস্তবতা
৩০ মার্চ ২৩
২ জুলাই শেষ লর্ডস টেস্ট আর ৬ জুলাই হেডিংলিতে শুরু তৃতীয় টেস্ট, মাঝে ব্যবধান কেবল তিনদিন। যেখানে একদিন যাত্রা পথে কাটাতে হয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের। তাতে করে পাঁচদিনের একটি টেস্ট শেষ হওয়ার পর মাত্র দুদিন বিশ্রামের সুযোগ পেয়েছেন তারা।
চোট নিয়ে এবারের অ্যাশেজ খেলেছেন বেন স্টোকস, ওলি রবিনসন, মার্ক উডরা। লর্ডসের ধকল কাটিয়ে ওঠার আগেই হেডিংলিতে স্টোকসদের নামিয়ে দেয়ায় তাই চটেছেন নাসের হুসেইন। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মনে করেন, ক্রিকেটারদের মাংসের টুকরোর মতো করে ব্যবহার করা হচ্ছে।
ডেইলি মেইলে নাসের নিজের কলামে লিখেছেন, ‘শুক্রবার আমি খেলা দেখছিলাম, তখন অবাক হয়েছিলাম যে আমরা আমাদের আন্তর্জাতিক ক্রিকেটারদের কেন ‘মাংসের টুকরোর’ মতো ব্যবহার করছি?’

লর্ডস এবং হেডিংলি টেস্টের মাঝে মাত্র তিনদিনের ব্যবধান। অথচ প্রথম ও দ্বিতীয় টেস্টের মাঝে ব্যবধান ছিল সাতদিন। এদিকে আগামী ১৯ জুলাই ম্যানচেস্টারে শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট। হেডিংলি ও ম্যানচেস্টার টেস্টের মাঝে ব্যবধান ৯ দিন।
ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে স্টোকসকে চান না ব্রড
১৪ মার্চ ২৫
এটি নিয়েই প্রশ্ন তুলেছেন নাসের। তিনি মনে করেন, ওইখানে ৮দিন করে হেডিংলির আগে চারদিনের বিশ্রাম দেয়া যেতো। তাতে করে ক্রিকেটাররা আরও ২৪ ঘণ্টা বাড়তি বিশ্রামের সুযোগ পেতো।
নাসের বলেন, ‘সাধারণ কিছু পরিবর্তন করলে অনেক সময় অনেকটা পার্থক্য তৈরি করে। ম্যানচেস্টারের চতুর্থ টেস্ট এবং এই খেলার মাঝে ৯ দিনের ব্যবধান আছে। তাহলে দ্বিতীয় এবং এই ম্যাচের মাঝে কেন তিনদিন। এটা ৪ এবং ৮ কেন নয়, তাতে করে ক্রিকেটাররা অতিরিক্ত ২৪ ঘণ্টা বিশ্রাম নিতে পারতো।’
তিন সংস্করণের ধকল সামলাতে না পেরে গত বছর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন স্টোকস। ক্রিকেটারদের এমন ধকল সামলাতে হলে বাড়তে পারে অবসরের প্রবণতা। নাসের মনে করিয়ে দিয়েছেন সেটিই।
ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক বলেন, ‘বৃহস্পতিবার কেন টেস্ট শুরু হলো, যেখানে শুক্রবারে খেলা শুরু হলে আপনি ছুটির দিন পেতেন। ক্রিকেটারদের খেয়াল রাখুন। মনে রাখবেন, স্টোকস আপনার বড় সম্পদ এবং বাড়তি চাপের কারণে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের এক বছরের হয়েছে তার।’