promotional_ad

স্টোকস যতক্ষণ মাঠে, ততক্ষণই নিজেদের জয়ের সুযোগ দেখছেন মঈন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে স্টোকসকে চান না ব্রড

১৪ মার্চ ২৫
স্টুয়ার্ট ব্রড (বামে) ও বেন স্টোকস (ডানে), ফাইল ছবি

লর্ডস টেস্টে অসাধারণ ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছিলেন বেন স্টোকস। এবার হেডিংলি টেস্টেও স্টোকসের কারণেই সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়া। ইংলিশ অধিনায়কের অসাধারণ ব্যাটিংয়ের কারণে বড় রানের লিডও পায়নি তারা। ম্যাচের দ্বিতীয় দিন শেষে তাই স্টোকসকে প্রশংসায় ভাসান তারই সতীর্থ মঈন আলী।


ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১৪২ রানে ইংল্যান্ডের ৭ উইকেট তুলে নিয়েছিল অস্ট্রেলিয়া। এরপর টেলএন্ডারদের সঙ্গে জুটি গড়ে ইংল্যান্ডকে সম্মানজনক সংগ্রহে পৌঁছে দেন স্টোকস। শেষদিকে মঈন, ক্রিস ওকস এবং মার্ক উডের দৃঢ়তায় ২৩৭ রানে থামে ইংল্যান্ড।


promotional_ad

স্টোকসের ব্যাটে আসে ১০৮ বলে ৮০ রানের অসাধারণ একটি ইনিংস, যা সাজানো ছিল ছয়টি চার এবং পাঁচটি দৃষ্টিনন্দন ছক্কায়। তার এমন ইনিংসে মাত্র ২৬ রানে এগিয়ে থাকে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিন শেষে তাই আলাদাভাবে স্টোকসকে প্রশংসায় ভাসালেন মঈন।


আরো পড়ুন

ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ ইংলিশ পেসার

১৭ এপ্রিল ২৫
হ্যাম্পশায়ারের জার্সিতে কিথ বার্কার, ইসিবি

তিনি বলেন, 'বেন (স্টোকস) দুর্দান্ত ক্রিকেটার। সে এমন একজন ক্রিকেটার, কঠিন পরিস্থিতিতে যার কথা সবাই মনে করবে, বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে। কারণ সে এমন ইনিংস দুবার খেলল। সে যতক্ষণ মাঠে আছে, আমাদের জয়ের বড় সুযোগ আছে। সে এমন কঠিন পরিস্থিতি খুব উপভোগ করে।'


অবশ্য একা স্টোকসের পক্ষে হেডিংলি টেস্ট জেতানো সম্ভব নয়, এটাও ভালোভাবেই জানেন মঈন, ‘স্টোকসের ওপর সব সময় ভরসা করে থাকা যাবে না। আমাদের আরও আক্রমণাত্মক ক্রিকেটার আছে, যাদেরও বেনের সঙ্গে অবদান রাখতে হবে।’


ম্যাচের দ্বিতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে চার উইকেটে ১১৬ রান তুলেছে অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত ১৪২ রানের লিড পেয়েছে তারা। যদিও গত এক বছরে চতুর্থ ইনিংসে ৩৭৮, ২৯৯, ২৯৬ ও ২৭৭ রান তাড়া করে জিতেছে ইংল্যান্ড। আর তাই পুরোপুরি স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball