promotional_ad

ফাইনালের আগে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারাল শ্রীলঙ্কা

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশ ছাড়ার আগে ‘প্রাণ হারানো’র ভয়ে ছিলেন হাথুরুসিংহে

৫ ঘন্টা আগে
বাংলাদেশ ছাড়ার আগে ‘প্রাণ হারানো’র ভয়ে ছিলেন চান্দিকা হাথুরুসিংহে, ফাইল ফটো

মাহেশ থিকশানার স্পিন ঘূর্ণির পরও ওয়েস্ট ইন্ডিজকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছিলেন ৮৭ রান করা কেচি কার্টি। তবে শ্রীলঙ্কার ব্যাটারদের চ্যালেঞ্জ জানাতে না পারার সঙ্গে ফিল্ডারদের ব্যর্থতা ভুগিয়েছে ক্যারিবীয়দের। তাতে করে নেদারল্যান্ডসের বিপক্ষে ফাইনালের আগে পাথুম নিশানকার সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কার।


হারারে স্পোর্টস ক্লাব মাঠে জয়ের জন্য ২৪৫ রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করে দাসুন শানাকার দল। পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৫৬ রান যোগ করেন দুই ওপেনার নিশানকা ও দিমুথ করুনারত্নে। রোস্টন চেজের বলে এক রান নিয়ে ৫২ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন নিশানকা।


promotional_ad

তাদের দুজনের দারুণ ব্যাটিংয়ে মাত্র ১৭.৪ ওভারে দলের রান একশ পেরোয় লঙ্কানরা। এদিকে হাফ সেঞ্চুরি পাওয়ার আগে জীবন পান করুনারত্নে। আকেল হোসেনের অফ স্টাম্পের বাইরের বলে ক্যাচ তুলে দিয়েছিলেন বাঁহাতি এই ওপেনার। তবে শর্ট মিড উইকেটে দাঁড়িয়ে সেটা লুফে নিতে পারেননি ব্রেন্ডন কিং।


জীবন পাওয়ার পর কার্টির শর্ট লেংথ ডেলিভারিতে চার মেরে ৫৭ বলে পঞ্চাশ পেরিয়েছেন করুনারত্নে। ব্যক্তিগত ৬০ রানের সময় আবারও জীবন পান তিনি। এদিকে জীবন পেয়ে সেঞ্চুরি করেছেন নিশানকা। যদিও ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকা চেজের জন্য ক্যাচটা সহজ ছিল না। সেই বল থেকে এক রান পেলে সেঞ্চুরি পূর্ণ হয় নিশানকার।


১০৬ বলে তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করা তরুণ এই ওপেনার আউট হয়েছেন ১০৪ রানের ইনিংস খেলে। লেংথ ডেলিভারিতে তাকে ফিরিয়েছেন কেভিন সিনক্লেয়ার। সেঞ্চুরি পাওয়ার আহে ফিরে গেছেন করুনারত্নে। লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে ৮৩ রান করা এই ব্যাটারকে আউট করেছেন আকেল।


তিনে নামা কুশল মেন্ডিস এবং চারে নামা সাদিরা সামারাবিক্রমরা মিলে শ্রীলঙ্কার ৮ উইকেটের জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত মেন্ডিস ৩৪ এবং সামারাবিক্রমা অপরাজিত ছিলেন ১৭ রানে। রবিবার বিশ্বকাপ বাছাই পর্বের ফাইনালে নেদার‌ল্যান্ডসের বিপক্ষে খেলতে নামবে শ্রীলঙ্কা।


এর আগে ব্যাটিং করতে নেমে ৪৮.১ ওভারে ২৪৪ রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ ৮৭ রান করেছেন কার্টি। এ ছাড়া জনসন চার্লস ৩৯, রোমারিও শেফার্ড ২৬ এবং সিনক্লেয়ার ২৫ রান করে। লঙ্কানদের হয়ে থিকশানা চারটি, দুশান হেমন্থ দুটি উইকেট নিয়েছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball