‘মেন্টর’ মাশরাফিকে বিশ্বকাপে চান তামিম, সায় দিলেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দেশে ফিরেই মিরপুরে তামিম
১২ এপ্রিল ২৫
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন ক্রিকফ্রেঞ্জির 'দ্য তামিম ইকবাল শো'তে ২০২৩ বিশ্বকাপে মাশরাফি বিন মুর্তজাকে মেন্টর হিসেবে নেয়ার ইচ্ছে পোষণ করেছিলেন তামিম ইকবাল। সে সময় বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক জানিয়েছিলেন, এমন প্রস্তাব 'না' বলা কঠিন তার জন্য। এবার প্রায় দুই বছর পর পুরনো চাওয়াই মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়েছেন তামিম।
শুক্রবার দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বিষয়টি নিশ্চিত করেছে। এমনকি তামিমের চাওয়া শুনে প্রধানমন্ত্রী তৎক্ষনাৎ মাশরাফিকে প্রস্তুত থাকতে বলে দিয়েছেন। যদিও এই বিষয়ে মাশরাফি এখনও কোনো কথা দেননি।

বৃহস্পতিবার চট্টগ্রামে হুট করেই অবসরের ঘোষণা দেন তামিম। পরদিন শুক্রবার মাশরাফির মাধ্যমেই গণভবনে ডেকে নেন প্রধানমন্ত্রী। প্রায় ৩ ঘন্টা আলোচনা শেষে বেরিয়ে অবসর ভেঙে ফেরার বিষয়টি নিশ্চিত করেন তামিম। এছাড়া এক পর্যায়ে প্রধানমন্ত্রীকে নিজের কিছু চাওয়ার কথাও বলেছেন তিনি।
‘আমি জানি না, ওরা কেন মাঠ থেকে অবসর নিতে চায় না’
১৩ মার্চ ২৫
বিডিনিউজ টোয়েন্টিফোরকে তামিম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলেছি, ‘মাশরাফি ভাইকে বিশ্বকাপের সময় এক-দেড় মাসের ছুটি দিন। আমরা তাকে বিশ্বকাপে মেন্টর হিসেবে পেতে চাই।’ প্রধানমন্ত্রী তখনই হেসে বলেছেন, ‘অবশ্যই, মাশরাফি যাবে।’ মাশরাফি ভাইকে তিনি প্রস্তুত থাকতেও বলে দেন।’
তামিমের এমন চাওয়া প্রসঙ্গে বিডি নিউজকে মাশরাফি বলেছেন, 'দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী যদি নিদের্শ দেন, তাহলে তো সেটা অবশ্যই মানতে হবে। কিছু করার নেই। তিনি আমাকে বলেছেন ভাবতে। আমার ব্যক্তিগতভাবে মনে হয়, দল ঠিক আছে। এখানে বাড়তি কোনো কিছুর প্রয়োজন নেই। তার পরও সময় হলে দেখা যাবে।'
এদিকে দুই বছর পূর্বে ক্রিকফ্রেঞ্জিতে প্রচারিত দ্যা তামিম ইকবাল শো'তে মাশরাফিকে মেন্টর হিসেবে চেয়ে তামিম বলেছিলেন, 'আমি যদি ২০২৩ বিশ্বকাপে অধিনায়ক থাকি, বোর্ড যদি রাজি থাকে, আপনি যদি রাজি হন তাহলে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপে আপনাকে বাংলাদেশের মেন্টর হিসেবে চাই।'
জবাবে মাশরাফি বলেছিলেন, 'সত্যি বলতে দেশের জন্য কোনো কিছুতে না করা আমার জন্য কঠিন। তবে মেন্টর এখন লাগবে বলে আমার কাছে মনে হয় না। এখন এটার দরকার নেই। তবে দেশের জন্য দরকার হলে আমার ক্ষেত্রে না বলা সত্যি কঠিন।'