promotional_ad

শারজাহ ছেড়ে জোবার্গে মঈন, প্রি-সাইনে রশিদ-বাটলার

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বরুণের সঙ্গে আরো জুটি গড়তে চান মঈন

২৭ মার্চ ২৫
রাজস্থানের বিপক্ষে দুই উইকেট নেন মঈন আলী, ফাইল ফটো

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের হয়ে খেলে থাকেন মঈন আলী। জানুয়ারিতে মাঠে গড়ানো সাউথ আফ্রিকার এসএ২০ টুর্নামেন্টেও আছে ফ্র্যাঞ্চাইজির মালিকানায় একটি দল। তবে সেবার একই সময়ে মাঠে গড়ানো ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি বেছে নিয়েছিলেন মঈন, খেলেছিলেন শারজাহ ওয়ারিয়র্সের হয়ে।


এবারও সূচির সাংঘর্ষিকতায় পড়তে হবে তাকে। যে কারণে আগে ভাগেই শারজাহ ছাড়লেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার। আসছে মৌসুমে আইএ???টি-টোয়েন্টি নয় সাউথ আফ্রিকার এসএ২০ টুর্নামেন্টে জোবার্গ সুপার কিংসের হয়ে খেলবেন তিনি।


যেখানে জোবার্গকে নেতৃত্ব দেবেন ফাফ ডু প্লেসি। এ ছাড়া টুর্নামেন্টের প্রথম আসরে রানার্স আপ হওয়া জোবার্গের প্রি-সাইন ক্রিকেটারের তালিকায় আছেন জেরাল্ড কোয়েতজে, স্যাম কুক, নামিবিয়ার ডেভিড ভিসে এবং আফগানিস্তানের জাহির খান।


বর্তমান চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন ক্যাপ ধরে রেখেছে তাদের অধিনায়ক এইডেন মার্করামকে। এবারের আসরের হয়ে তারা বেছে নিয়েছে ওটনিয়েল বার্টম্যান, ডেভিড মালান এবং লিয়াম ডওসনকে। ডারবান সুপার জায়ান্টসের হয়ে খেলবেন কুইন্টন ডি কক।


এ ছাড়া প্রি-সাইনে প্রেনেলান সুব্রায়েন, ওয়েস্ট ইন্ডিজের কাইল মেয়ার্স, আফগানিস্তানের পেসার নাভিন উল হক, শ্রীলঙ্কার ভানুকা রাজাপাকশে এবং ইংল্যান্ডের পেসার রিচ টপলিকে দলে নিয়েছে ডারবান। এবারও এমআই কেপটাউনের হয়ে খেলবেন রশিদ খান।


promotional_ad

এ ছাড়া সাউথ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা, ডেওয়াল্ড ব্রেভিস, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন এবং টম ব্যান্টন খেলবেন এমআই কেপটাউনের হয়ে। পার্ল রয়্যালসে এবারও দেখা যাবে ডেভিড মিলার, করবিন বশ এবং জস বাটলারকে।


আরো পড়ুন

প্রিটোরিয়ার কোচ হলেও আফগানিস্তানের দায়িত্বেই থাকছেন ট্রট

১০ ডিসেম্বর ২৪
সংগৃহীত

প্রিটোরিয়া ক্যাপিটালসের জার্সিতে দেখা যাবে সাউথ আফ্রিকার গতি তারকা অ্যানরিখ নরকিয়া, মিগেল প্রিটোরিয়াস এবং নিউজিল্যান্ডের জিমি নিশামকে। টুর্নামেন্ট শুরুর আগে নিলাম থেকে বাকি ক্রিকেটারদের ডেকে নিয়ে স্কোয়াড সাজাবে ফ্র্যাঞ্চাইজিরা।


প্রি-সাইন ক্রিকেটারদের তালিকা:


ডারবান সুপার জায়ান্টস- কুইন্টন ডি কক, প্রেনেলান সুব্রায়েন, কাইল মেয়ার্স, নাভিন উল হক, ভানুকা রাজাপাকশে, রিচ টপলি।


জোবার্গ সুপার কিংস- ফাফ ডু প্লেসি, জেরাল্ড কোয়েতজে, মঈন আলীম, ডেভিড ভিসে, স্যাম কুক, জাহির খান।


এমআই কেপটাউন- কাগিসো রাবাদা, ডেওয়াল্ড ব্রেভিস, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, রশিদ খান, টম ব্যান্টন।


পার্ল রয়্যালস- ডেভিড মিলার, করবিন বশ, জস বাটলার।


প্রিটোরিয়া ক্যাপিটালস- মিগেল প্রিটোরিয়াস, অ্যানরিখ নরকিয়া, জিমি নিশাম


সানরাইজার্স ইস্টার্ন ক্যাপ- এইডেন মার্করাম, ওটনিয়েল বার্টম্যান, ডেভিড মালান, লিয়াম ডওসন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball