‘আমাদের আসল চিত্রটা ফুটে উঠেছে’

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশকে হারাতে হলে সেরা খেলাটাই খেলতে হবে: স্যামি
৮ ডিসেম্বর ২৪
নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পর আরও কঠিন হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপের পথ। দলের এমন অবস্থায় চরম হতাশ ড্যারেন স্যামি। দলটির হেড কোচের মতে, ক্যারিবিয়ানদের বর্তমান সময়ের খেলাটা যেন তাদের সাম্প্রতিক বাজে অবস্থারই চূড়ান্ত বহিঃপ্রকাশ। বিশেষত, ফিল্ডিং নিয়ে অনেক বেশি হতাশ স্যামি।
বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সে ঠিকই উঠেছে ওয়েস্ট ইন্ডিজ, যদিও নেদারল্যান্ডস এবং জিম্বাবুয়ের বিপক্ষে হারের কারণে পরের রাউন্ডে একটি পয়েন্টও নিয়ে যেতে পারছে না তারা। আর এটিই খাদের কিনারে নিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজকে।
কেননা জিম্বাবুয়ে বা নেদারল্যান্ডসের মতো সুপার সিক্সের অন্য দলগুলো পয়েন্ট নিয়েই সেখানে থাকছে। সবকিছু মিলিয়ে অবস্থা অনেকটাই খারাপ বলে স্বীকার করছেন স্যামি। সামনের দিকে এগিয়ে যেতে হলে অনেক কিছুই বদলাতে হবে, এমনটা উপলদ্ধি তার।

ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ বলেন, ‘আপনি যদি ম্যাচের দিকে তাকান, ৩৭৫ (৩৭৪) রান করেছি। এরপর ক্যাচ মিস করেছি, ম্যাচ শেষ পর্যন্ত গেছে। তখন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে আপনি ভাবতেই পারেন, এটা কী হচ্ছে! যেমন জিম্বাবুয়ের বিপক্ষে যখন খেলেছি, বিশেষ করে ম্যাচের দ্বিতীয় ভাগে অমন প্রদর্শনীর পর আসলে জয়টা আমাদের প্রাপ্য ছিল না। আজ (গতকাল) অবশ্যই নেদারল্যান্ডসকে কৃতিত্ব দিতে হবে।’
জিতেও ওয়েস্ট ইন্ডিজের বিদায়, বিশ্বকাপে বাংলাদেশ
১৯ এপ্রিল ২৫
‘আমরাই নিজেদের এখানে এনেছি। নিজেদেরই দোষ। দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে আমরা বেশ ভালো অবস্থানে ছিলাম, ম্যাচ এরপর হাত থেকে ফেলে দিয়েছি। আবারও বলছি, এটি আসলে আমাদের এখনকার অবস্থাটা ফুটিয়ে তোলে। সামনে এগোতে গেলে অনেক কিছুই বদলাতে হবে।’
নেদারল্যান্ডসের বিপক্ষে ৩৭৪ রান করার পরও ক্যারিবিয়ানদের ইনিংসে রানিং বিটুইন দ্য উইকেট নিয়ে বেশ প্রশ্ন আছে। ইনিংসের প্রথম পাওয়ার প্লে'র দশ ওভারে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা সিঙ্গেল নিয়েছে মাত্র তিনটি! এ ছাড়া দৃষ্টিকটু ফিল্ডিংয়েও ক্যাচ ছেড়েছে দলটি।
স্যামি আরও বলেন, ‘অনেক বছর ধরেই লোকে বলে, আমরা বাউন্ডারি মারা দল। তবে আমাদের সবখানেই উন্নতি করতে হবে। ক্ষুধার্ত থাকতে হবে মাঠে থাকলে। এখন পর্যন্ত আমি বলব, টুর্নামেন্টে আমরা সবচেয়ে বাজে ফিল্ডিং দল। আমি ছেলেদেরও বলেছি, এভাবে চলতে পারে না, ক্রিকেট মাঠে ফিল্ডিংয়ের এমন প্রদর্শনী।’
‘আন্তর্জাতিক দল বলতে পারি না নিজেদের। যেগুলো পেশাদার খেলোয়াড় হিসেবে আমাদের এমনি এমনিই করার কথা, সেগুলোই হচ্ছে না। আবারও বলছি, এটি আসলে আমাদের চিত্রটা ফুটিয়ে তোলে। সামনে এগোতে হলে কী করতে হবে, সেটি বোঝায়।’