বাদ পড়ায় অভ্যস্ত হয়ে গেছেন স্টার্ক

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘স্টার্ক নয়, আবেশ খান হতে চাই’
২০ এপ্রিল ২৫
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেললেও অ্যাশেজের প্রথম টেস্টের একাদশে ছিলেন না মিচেল স্টার্ক। লর্ডসে সুযোগ পাবেন কিনা সেটার নিশ্চয়তাও নেই বাঁহাতি পেসারের। ইংল্যান্ডের মাটিতে খুব বেশি ম্যাচ খেলতে না পারায় মন খারাপ গেলেও সেটাতে অভ্যস্ত হয়ে গেছেন স্টার্ক।
২০১৫ সালে ইংল্যান্ডে অ্যাশেজ খেলতে এসে সবগুলো ম্যাচেই একাদশে ছিলেন স্টার্ক। তবে ইংল্যান্ডের মাটিতে হওয়া সবশেষ অ্যাশেজে সুযোগ পেয়েছিলেন মোটে একটি ম্যাচে। চতুর্থ টেস্টের দুই ইনিংসে ৪ উইকেট নিয়েছেন অভিজ্ঞ এই পেসার। ইংল্যান্ডের মাটিতে পরিসংখ্যানটা একেবারে খারাপ নয় তার।
এখন পর্যন্ত ১০ টেস্ট খেলে ৩১.৮৯ গড়ে ৩৭ উইকেট নিয়েছেন স্টার্ক। অস্ট্রেলিয়ার জার্সিতে ৭৮ টেস্ট খেলা বাঁহাতি এই পেসারের উইকেট ৩১০। পরিসংখ্যান পক্ষে কথা বললেও বয়সের কারণে স্টার্ককে নিয়ে আলাদা করে ভাবতে শুরু করেছে অস্ট্রেলিয়া।

এদিকে ফাইনালে ভারতের বিপক্ষে একাদশে থাকলেও অ্যাশেজের প্রথম ম্যাচেই সুযোগ মেলেনি তার। স্টার্ক অবশ্য বলছেন এটা তার কাছে নতুন কিছু নয়। এমনকি এটি যে তার সঙ্গে শেষবারের মতো ঘটতে যাচ্ছে না সেটাও জানিয়েছেন বাঁহাতি এই পেসার।
২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা পুকোভস্কি
৮ এপ্রিল ২৫
স্টার্ক বলেন, ‘ইংল্যান্ডে এসে এরকম কিছুতে এখন আমি অভ্যস্ত হয়ে গেছি। স্কোয়াডের মানসিকতাই এরকম, সবশেষ সফরের মতোই। যথেষ্ট সময় ধরে খেলছি, যথেষ্ট বার বাদও পড়েছি। এই স্কোয়াডে সবচেয়ে বেশিবার বাদ মনে হয় আমিই পড়েছি। এটা তাই আমার জন্য নতুন কিছু নয়, শেষবারও নয়। অবশ্যই এটা ভালো লাগার মতো কিছু নয়, সবাই তো চায় খেলতে।’
ভারতের বিপক্ষে চার উইকেট নিলেও খরুচে ছিলেন স্টার্ক। প্রথম ইনিংসে ৫.১৯ ইকনোমি রেটে ৭১ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। পরের ইনিংসে ২ উইকেট নিতে প্রতি ওভারে স্টার্ক খরচ করেছিলেন ৫.৫০ করে। সেই ম্যাচে ছন্দ না পাওয়ায় সবশেষ দুই সপ্তাহ সেটি নিয়ে কাজ করেছেন তিনি।
সুযোগ পেলে ভালো করতে বেশ প??রত্যয়ী ৩৩ বছর বয়সি এই পেসার। স্টার্ক বলেন, ‘বেশ ভালো অবস্থায় থেকেই ওই ম্যাচটিতে খেলতে গিয়েছিলাম আমি। তবে ঠিকমতো ছন্দ পাইনি। এরপর গত দুই সপ্তাহে বেশ ভালো কাজ করেছি ছন্দে ফিরতে।’
‘ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর আমরা সবাই বেশ ভালোভাবে এগিয়েছি এবং ওই ম্যাচজুড়ে যেমন ছিলাম, নিশ্চিতভাবেই এখন আরও কম জড়তা অনুভব করছি। আশা করি, যখন খেলব, তখন তা ভালো ফল দেবে। সবকিছুই ভালো আছে, স্রেফ সুযোগ এলে মাঠে কিছু সময় কাটানোর ব্যাপার এখন।’