বিশ্বকাপে যারা যাবেন তাদের নিয়ে আত্মবিশ্বাসী তামিম

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
দেশে ফিরেই মিরপুরে তামিম
১২ এপ্রিল ২৫
আইসিসির ওয়ানডে সুপার লিগে দল হিসেবে দারুণ পারফর্ম করেছে বাংলাদেশ। নিজেদের সেরা ছন্দ ধরে রেখেছে চলতি বছরও। এখনও স্কোয়াড ঘোষণা না করলেও বাংলাদেশের হয়ে যারা ভারতে বিশ্বকাপ খেলতে যাবেন তাদের নিয়ে বেশ আত্মবিশ্বাসী তামিম ইকবাল।
লম্বা সময় ধরেই ওয়ানডেতে ধারাবাহিকভাবে পারফর্ম করছে। উপমহাদেশের কন্ডিশন বিশেষ করে নিজেদের মাটিতে ৫০ ওভারের ক্রিকেটে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে বাংলাদেশ। ভারতের মাটিতে খেলা হওয়ায় ছন্দে থাকা বাংলাদেশকে নিয়ে বেশ আশাবাদী ক্রিকেটার, কোচ এবং সমর্থকরা।

অভিজ্ঞ ও তরুণদের মিশেলে ভারতে নিজেদের সেরা বিশ্বকাপ কাটাতে বেশ প্রত্যয়ী ক্রিকেটাররা। স্কোয়াড এখনও ঘোষণা না করলেও দুই-একটা জায়গা বাদে বাকি কারা যাচ্ছেন তা প্রায় চূড়ান্ত। আফগানিস্তান সিরিজে পরীক্ষা-নিরীক্ষা করে করে স্কোয়াড চূড়ান্ত করবে বাংলাদেশ। তবে যারাই যাক না কেন তাদের নিয়ে ভালো করতে আত্মবিশ্বাসী বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
বাংলাদেশেও অনার্স বোর্ড চান মিরাজ
২ ঘন্টা আগে
আইসিসির সঙ্গে আলাপকালে তামিম বলেন, ‘যে দলটি নিয়ে আমরা বিশ্বকাপে যাবো তাদের নিয়ে আমি আত্মবিশ্বাসী। ওয়ানডেতে আমরা শীর্ষ পর্যায়ে পারফর্ম করছি এবং বিশ্বকাপ বাছাইয়ে (ওয়ানডে সুপার লিগ) আমরা অন্যতম সেরা দল ছিলাম। অভিজ্ঞতা ও প্রতিভার মিশ্রণে ভালো একটি দল, কন্ডিশনও পরিচিত।’
৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। রাউন্ড রবিন পদ্ধতি বিশ্বকাপ হওয়ায় ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এবং বাছাই পর্ব পেরিয়ে আসা দুটি দলের সঙ্গেই খেলবে টাইগাররা।
যদিও নয়টি ম্যাচের কোনোটিকেই সহজভাবে দেখছেন না তামিম। বাংলাদেশের অধিনায়ক মনে করেন, বিশ্বকাপের কাঠামোর কারণে স্বস্তির সুযোগ নেই। তামিম বলেন, ‘টুর্নামেন্টের কাঠামো আপনাকে স্বস্তিতে থাকার সুযোগ দেয় না। প্রতিটি দলই কঠিন প্রতিপক্ষ, কোনো খেলাই সহজ হবে না।’
ওয়ানডে সংস্করণকে সবচেয়ে চ্যালেঞ্জিং আখ্যা দিয়ে তামিম বলেন, ‘এটাই আলটিমেট ইভেন্ট। ওয়ানডে বিশ্বকাপের সাথে আরও কিছুর তুলনা হয় না কারণ সাদা বলের ক্রিকেটে এটিই সবচেয়ে চ্যালেঞ্জিং ফরম্যাট। যা ক্রমাগত আপনার খেলার প্রতি সচেতনতা এবং টেম্পারমেন্টের পরীক্ষা নেবে।’