সুপার ওভারে নেদারল্যান্ডসের কাছে হেরে বিপাকে ওয়েস্ট ইন্ডিজ

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শেষ বলে এক রান নিতে না পারলেও সুপার ওভারে লগান ভ্যান বিকের উপরই ভরসা রাখে নেদারল্যান্ডস। সেটার প্রতিদানও দুহাত ভরে দিয়েছেন তিনি। জেসন হোল্ডারের ওভারে সমান তিনটি করে ছক্কা ও চার মেরে ৩০ রান তুলেছেন ভ্যান বিক। ওয়েস্ট ইন্ডিজের জেতার জন্য প্রয়োজন ৬ বলে ৩১ রান।
এমন কঠিন সমীকরণে মেলানোর পথে ছক্কা মেরে শুরু করেছিলেন জনসন চার্লস। পরের চার বলে আর কোনো বাউন্ডারি মারতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। বরং ২ উইকেট হারিয়ে এক বল বাকি থাকতেই ম্যাচ হারে ক্যারিবীয়রা। তাতে করে ওয়ানডে বিশ্বকাপ খেলার পথ আরও কঠিন হলো ওয়েস্ট ইন্ডিজের জন্য।

হারারের তাকাশিঙ্কা স্পোর্টস ক্লাব মাঠে টসে হেরে ব্যাটিং করতে নেমে ওয়েস্ট ইন্ডিজকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার চার্লস ও ব্রেন্ডন কিং। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ করেন ১০১ রান। ওপেনার চার্লস ৫৪ রানে ফিরলে ভাঙে তাদের এই জুটি। তিনে নামা শামাহ ব্রুকস ইনিংস বড় করতে পারেননি। দারুণ ব্যাটিং করলেও সেঞ্চুরি পাওয়া হয়নি কিংয়ের।
সাকিব জুলফিকারের বলে লেগ বিফোর উইকেট নিয়ে ৭৮ রানে আউট হয়েছেন ডানহাতি এই ব্যাটার। চারে নামা শেই হোপ করেছেন ৪৭ রান। শেষ দিকে মাত্র ২৫ বলে অপরাজিত ৪৬ রানের ইনিংস খেলেছেন কিমো পল। মাঝে ৬৫ বলে অপরাজিত ১০৪ রানের ইনিংস খেলেছেন নিকোলাস পুরান। তাতে ৩৭৪ রানের পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৭১ রানে তোলেন ম্যাক্স ও’ডাউড এবং বিক্রমজিত সিং। এরপর অবশ্য দ্রুতই দুই ওপেনারকে হারায় নেদারল্যান্ডস। ওয়েসলি বারেসি, বাস ডি লিডরা থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি। অধিনায়ক স্কট এডওয়ার্ড এবং তেজা নিদামানুরু মিলে ডাচদের টানতে থাকেন।
এডওয়ার্ডস ৬৭ রান করে আউট হলেও তেজা খেলেছেন ১১১ রানের দুর্দান্ত ইনিংস। তাদের দুজনের ব্যাটেই জয়ের আশা দেখতে থাকে নেদারল্যান্ডস। শেষ ২ ওভারে যখন ৩০ রান দরকার তখন ২৮ রানের ইনিংস খেলে ম্যাচ টাই করেন ভ্যান বিক। এরপর অবশ্য সুপার ওভারে দারুণ ব্যাটিং ও বোলিং করে ডাচদের জয় এনে দেন সেই ভ্যান বিকই।