promotional_ad

আমরা কি লর্ডসে শুধু লাঞ্চ করতে যাবো?, প্রশ্ন হেডের

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বিধ্বংসী ব্যাটিং মন্ত্রে হেড-অভিষেকেই ভরসা হায়দরাবাদের

২২ মার্চ ২৫
ট্রাভিস হেড ও অভিষেক শর্মাতেই আস্থা সানরাইজার্স হায়দরাবাদের, ফাইল ছবি

এজবাস্টনে অস্ট্রেলিয়ার কাছে হারলেও নিজেদের আক্রমণাত্বক কৌশল থেকে সরে না আসার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। বরং মাঠের বাইরে বিভিন্ন সাক্ষাৎকারে অজিদের যেন রীতিমতো হুমকি দিয়ে রাখছেন ইংলিশ ক্রিকেটাররা। যা শুনে ট্রাভিস হেড বলছেন অস্ট্রেলিয়া কি শুধু লাঞ্চ করতেই লর্ডসে যাবে?


সবশেষ এক বছরে ভয়ডরহীন ক্রিকেট খেলে টেস্টকে আরও জনপ্রিয় করে তুলেছে ইংল্যান্ড। ভিন্ন ঘরানার ক্রিকেটে সাফল্যও পাচ্ছে বেন স্টোকসের দল। অ্যাশেজ শুরুর আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ইংল্যান্ডের বাজবল কিভাবে সামলাবে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডই বা কিভাবে প্যাট কামিন্সদের বিপক্ষে এটি প্রয়োগ করবে।


promotional_ad

মার্নাস ল্যাবুশেন মনে করছেন বাজবল দিয়ে ইংল্যান্ড যা করতে চেয়েছে এজবাস্টনে সেটিই করতে পেরেছে। তবে আক্রমণাত্বক ক্রিকেট খেলে অজিদের বিপক্ষে জিততে পারেনি ইংল্যান্ড। সিরিজে ফিরতে লর্ডসে আরও বেশি আক্রমণাত্বক হয়ে ফিরবে ইংল্যান্ড।


আরো পড়ুন

২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা পুকোভস্কি

৮ এপ্রিল ২৫
২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা উইল পুকোভস্কি, ফাইল ফটো

এজবাস্টন টেস্টে হারের পর এমন কথা জানিয়েছেন জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রডরা। ব্যাটার জ্যাক ক্রলি তো বলেই দিয়েছেন লর্ডসে ১৫০ রানে জিতবে ইংলিশরা। এদিকে অস্ট্রেলিয়ার রক্ষণাত্বক কৌশলে বিস্ময় প্রকাশ করেছেন ওলি রবিনসন।


ইংল্যান্ডের সঙ্গে আক্রমণাত্বক ক্রিকেটে তাল মেলাতে অজিদের অনীহা ছিল বলে মনে করেন ডানহাতি এই পেসার। ইংলিশ ক্রিকেটারদের এমন কথার পর মুখ খুলেছেন হেড। নাইন নিউজ সিডনিকে হেড বলেন, ‘মনে তো হচ্ছে আমরা শুধু লাঞ্চ করতেই (লর্ডসে) যাব (হেসে)।’


উসমান খাওয়াজার প্রথম ইনিংসের সেঞ্চুরি, দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরির সঙ্গে ব্যাট হাতে প্যাট কামিন্সের বীরত্বে এজবাস্টনে ২ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। আগামী ২৮ জুন লর্ডসে হবে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় ম্যাচ। সেখানে কিভাবে ইংলিশদের চাপে ফেলে ২-০তে এগিয়ে যাওয়া যায় সেটি নিয়ে অস্ট্রেলিয়া চিন্তা বলে জানান হেড।


বাঁহাতি এই ব্যাটার বলেন, ‘হ্যাঁ, তাদের (ইংল্যান্ডের) এই মন্ত্রটা (আক্রমণের) আছে। তারা সেটিই মানছে। শুধু মাঠে নয়, মাঠের বাইরেও তারা সুন্দর কিছু কথা বলছে। তবে এই দলটি (অস্ট্রেলিয়া) আসলে চিন্তিত, আমরা দ্বিতীয় টেস্টে কী করলে ২-০-তে এগিয়ে যাব, তাদের চাপে ফেলব সেটি নিয়ে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball