promotional_ad

পদত্যাগ করলেন কুক, এমসিসির ক্রিকেট কমিটিতে মরগান

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এসেক্সের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন অ্যালিস্টার কুক। এবার সেটিও ছাড়তে যাচ্ছেন সাবেক এই বাঁহাতি ওপেনার। নিজের শেষ বছরটায় ক্রিকেটে মনোযোগ দিতে এমসিসির ক্রিকেট কমিটি থেকে পদত্যাগ করেছেন কুক।


টেস্ট ক্রিকেটে ইতিহাসের অন্যতম সেরা ওপেনার পদত্যাগ করায় তার জায়গায় ১৪ সদস্যের কমিটিতে যুক্ত করা হয়েছে ইয়ন মরগারনকে। সোমবার ও মঙ্গলবার লর্ডসে বৈঠকের আগে মরগানের অন্তর্ভূক্তি নিশ্চিত করেছে এমসিসি।


promotional_ad

আয়ারল্যান্ডের হয়ে ক্রিকেট ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে ইংল্যান্ডের জার্সিতে বিশ্ব ক্রিকেট মাতিয়েছেন মরগান। ২০১৯ সালে অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো ইংল্যান্ডকে বিশ্বকাপ জিতিয়েছেন তিনি।


মরগানের পাশাপাশি ক্রিকেট কমিটিতে যুক্ত করা হয়েছে ইংল্যান্ডের হেইদার নাইট এবং ঝুলন গোস্বামীকে। ২০১৭ সালে ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন নাইট। এদিকে ভারতের হয়ে দুই দশকের হয়ে বেশি সময় ক্রিকেট খেলেছেন গোস্বামী।


২০৪ ওয়ানডেতে ২৫৫ উইকেট নিয়ে ৫০ ওভারের ক্রিকেটে অন্যতম সেরা পেসার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। তবে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জেতা হয়নি গোস্বামীর। তাদের তিনজনকে যুক্ত করতে পেরে রোমাঞ্চিত এমসিসির চেয়ারম্যান মাইক গেটিং।


এমসিসির এক বিবৃতিতে গেটিং বলেন, ‘বিশ্ব ক্রিকেট কমিটিতে ঝুলন (গোস্বামী), হেইদার (নাইট) এবং ইয়নকে (মরগান) স্বাগত জানাতে পেরে আমরা রোমাঞ্চিত।’ তাদের ক্রিকেটীয় মস্তিষ্ক এমসিসির ক্রিকেট কমিটিকে বাড়তি সুবিধা দেবে বলে জানান গেটিং।


১৪ সদস্যের এমসিসির ক্রিকেট কমিটিতে আগে থেকেই ছিলেন গেটিং, জেমি কক্স, সুজি বেটস, ক্লের কনর, কুমার ধর্মসেনা, সৌরভ গাঙ্গুলি, জাস্টিন ল্যাঙ্গার, রমিজ রাজা, কুমার সাঙ্গাকারা, গ্রায়েম স্মিথ এবং রিকি স্কিরিট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball