‘রাতে পার্টি করে পরের দিন ২৫০ করেছিল কোহলি’
.jpg)
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেন আইয়ার-কিশান, শীর্ষে কোহলি-রোহিত
১১ ঘন্টা আগে
ব্যাটিংয়ের জন্য বর্তমান ক্রিকেটারদের কাছে রোল মডেল বিরাট কোহলি। এমনকি তার ফিটনেসও অনেক ক্রিকেটারের জন্য অনুপ্রেরণা। নিয়মিত শারীরিক অনুশীলন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও শৃঙ্খলাবদ্ধ জীবনের কারণে নিজেকে ভিন্ন অবস্থানে নিয়ে গেছেন কোহলি।
যদিও ক্যারিয়ারের শুরুর দিকে ফিটনেস নিয়ে এতটা সচেতন ছিলেন না এই ভারতীয় ব্যাটার। এক সময় অনিয়ন্ত্রিত জীবনযাপনে অভ্যস্ত ছিলেন এই ভারতীয় ক্রিকেটার। তার সেই জীবনেরই একটি গল্প শুনিয়েছেন তার এক সময়ের সতীর্থ ইশান্ত শর্মা।

অনূর্ধ্ব-১৯ দলে থাকাকালীন একটি ম্যাচের আগের রাতে পার্টি করে পরের দিন ২৫০ রানের ইনিংস খেলেছিলেন কোহলি। ছোটোবেলা থেকেই এক সঙ্গে খেলার কারণে কোহলিকে বেশ ভালো করে জানেন ইশান্ত। তিনি মনে করেন কোহলি সময়ের সঙ্গে সঙ্গে যেভাবে নিজেকে বদলে ফেলেছেন এটা যেকোনো ক্রিকেটারের জন্য অনুকরণীয়।
ইশান্ত বলেন, ‘আমরা কলকাতায় একটি অনূর্ধ্ব-১৯ ম্যাচ খেলছিলাম। ও আগের দিন অপরাজিত থেকে মাঠ ছাড়ে। তার পরেও ও সারারাত পার্টি করে এবং পরের দিন ব্যাট করতে নেমে ২৫০ রান করে ফেলে। আমি কোহলির ক্যারিয়ারের সেই পর্যায়টা খুব কাছ থেকে দেখেছি। বিশ্বকাপের পরে ২০১২-র শুরু থেকে কোহলি নিজের ফিটনেস যেভাবে বদলে ফেলে, আমার কাছে ওর সব থেকে বড় দিক হল সেটাই।’
ভারতের কিংবদন্তি ব্যাটার শচিন টেন্ডুলকার প্রায়ই বলে থাকেন 'আশা' কোনো শব্দ নয়। এটা একটা অনুভূতির নাম কোহলির অভিধানে নাকি 'আশা' শব্দটাই নেই। আছে শুধু বিশ্বাস। এই বিশ্বাসের জোরে যেকোনো কিছু করা সম্ভব বলে মনে করেন ইশান্ত।
তিনি বলেন, ‘শচিন পাজিকে প্রায়ই বলতে শোনা যায় যে, 'আশা' হল একটা অনুভূতি, কোনও শব্দ নয়। তবে বিরাট কোহলির সঙ্গে কথা বললে বুঝবেন, ওর অভিধানে ‘আশা’ বলে কোনও শব্দ নেই। ওর অভিধানে রয়েছে শুধু ‘বিশ্বাস’। যদি বিশ্বাস থাকে, আপনি যা কিছু করতে পারেন।'
অনূর্ধ্ব-১৯ দলের পর ভারতের জাতীয় দলেও নিয়মিত এক সঙ্গে খেলেছেন কোহলি-ইশান্ত। কোহলি এখনও ভারতের এক নম্বর ব্যাটার হিসেবে নিজের জায়গা ধরে রেখেছেন। অন্যদিকে নিজেকে হারিয়ে খুঁজছেন ইশান্ত। বাদ পড়েছেন জাতীয় দল থেকেও।