আইপিএলের কারণেই ভারত ওয়ানডেতে শক্তিশালী: লয়েড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঘরের মাঠে গুজরাটের কাছে পাত্তাই পেল না কলকাতা
৩ ঘন্টা আগে
১৯৭৫ ও ১৯৭৯ সালে ক্লাইভ লয়েডের নেতৃত্বে টানা দুইবার বিশ্বকাপ ঘরে তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর আর ৫০ ওভারের ক্রিকেটে বৈশ্বিক শিরোপা জয়ের স্বাদ পায়নি ক্যারিবীয়রা। সেই কিংবদন্তি ক্রিকেটারই এবার ভারতকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন।
সাবেক এই ক্যারিবিয়ান ব্যাটার মনে করেন শিরোপা জয়ের খুব কাছেই রয়েছে ভারত। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কারণে ক্রিকেটের সৌন্দর্য নষ্ট হচ্ছে বলে মনে করেন অনেকে। তবে লয়েডের বিশ্বাস এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের কারণেই ভারত ওয়ানডেতে এতো শক্তিশালী।

তিনি ভারতের শিরোপা জয়ের সম্ভাবনা নিয়ে বলেছেন, '(ভারত) দোড়গোড়ায় পৌঁছে যাচ্ছে (ট্রফি জয়ের)। সেমিফাইনাল, ফাইনালে পৌঁছে ভারত শেষ রক্ষা করতে পারছে না। একাধিকবার ফাইনালে ভারত কোয়ালিফাই করেছে। তবে আমি মনে করি ভারতের ভবিষ্যৎ উজ্জ্বল। তার সবথেকে বড় কারণ হল আইপিএল। আর এই কারণেই আমি বিশ্বাস করি ৫০ ওভারের ক্রিকেটে অর্থাৎ ওয়ানডেতে ভারত বেশ শক্তিশালী এক দল।'
ভারতের কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেন আইয়ার-কিশান, শীর্ষে কোহলি-রোহিত
১১ ঘন্টা আগে
২০১৩ সালে ভারত সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফ্রির শিরোপা জিতেছিল। এটাই তাদের সর্বশেষ আন্তর্জাতিক ট্রফি জয়ের রেকর্ড। এরপর টেস্ট চ্যাম্পিয়নশিপের গত দুই আসরে ফাইনাল খেললেও শিরোপা ধরা দেয়নি তাদের হাতে। চ্যাম্পিয়ন না হলেও টেস্ট দল হিসেবেও ভারতের সাফল্য নজর কেড়েছে লয়েডের।
তিনি ভারতীয় দলের প্রশংসা করে বলেছেন, 'তারা শীঘ্রই সাফল্য পেতে চলেছে আইসিসির টুর্নামেন্টে। পাশাপাশি ভারতের টেস্ট দলও অসাধারণ এক দল। আমার মনে হয় ভারতের আইসিসি টুর্নামেন্ট জয় সময়ের অপেক্ষা মাত্র। একটা চক্র ধরে আবর্তিত হয় সবকিছু। তাই আমি মনে করি অদূর ভবিষ্যতে ভারত আইসিসি ট্রফিতেও সাফল্য পেতে চলেছে।'
২০১১ সালের পর এ বছরের শেষে ভারতে বসতে চলেছে ওয়ানডে বিশ্বকাপ। এই বিশ্ব আসরে স্বাগতিকরা ফেভারিট হিসেবেই খেলতে নামবে। এই বিশ্বকাপ দিয়েই দীর্ঘদিনের শিরোপা খরা ঘুচাতে চাইবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।