সতীর্থরা ব্যস্ত বিশ্বকাপ বাছাইয়ে, ব্ল্যাকউডের ভাবনায় টেস্ট

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জিতেও ওয়েস্ট ইন্ডিজের বিদায়, বিশ্বকাপে বাংলাদেশ
১৯ এপ্রিল ২৫
ওয়েস্ট ইন্ডিজ ব্যস্ত সময় কাটাচ্ছে বিশ্বকাপ বাছাই পর্বে। ঠিক এই সময়ই ভারতের বিপক্ষে টেস্ট খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন জার্মেইন ব্ল্যাকউড। ক্যারিবীয় এই ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের সীমিত ওভারের ভাবনায় নেই।
ফলে সতীর্থরা যখন বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের লড়াই, তখন ঘরোয়া ক্রিকেটে নিজেকে ঝালাই করে নিচ্ছেন ডানহাতি ব্যাটার ব্ল্যাকউড। জ্যামাইকার হয়ে খেলা এই ক্রিকেটার গায়েনার বিপক্ষে ৮০ ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর বিপক্ষে ৬৮ রানের ইনিংস খেলেছেন।

নিয়মিত বল হাতেও উইকেট এনে দিচ্ছেন তিনি। ভারতের বিপক্ষে সর্বশেষ সিরিজে ছন্দে থাকলেও বড় ইনিংস খেলতে পারেননি ব্ল্যাকউড। এবার সেই আক্ষেপ ঘুচাতে চান তিনি। তিনি মনে করেন তার হারানো আত্মবিশ্বাস ফিরে এসেছে এখন।
ভারতের কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেন আইয়ার-কিশান, শীর্ষে কোহলি-রোহিত
১২ ঘন্টা আগে
সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্ল্যাকউড বলেন, 'আমার আত্মবিশ্বাস ফিরে এসেছে। শেষ বার ভারতের বিরুদ্ধে খেলতে নেমে রান করতে পারিনি। এ বার পরিস্থিতি আলাদা। অনেক বেশি পরিশ্রম করেছি। এই সিরিজ়ে আমি বড় রান করতে পারব বলেই মনে করছি।'
গত দু বছর ধরেই লাল বলের ক্রিকেটে ধারাবাহিক ভাবে রান করছেন ব্ল্যাকউড। সেটাই তাকে আত্মবিশ্বাস দিচ্ছে বলে জানিয়েছেন এই ব্যাটার। যদিও ভারতের বিপক্ষে তার পরিসংখ্যান খুব বেশি ভালো নয়। ৭ ইনিংসে তার নামের পাশে রয়েছে মাত্র ১৮৪ রান। তার সর্বোচ্চ ইনিংসটি ৬৩ রানের। গড় মাত্র ২৬.২৮।
এবার সেই পরিসংখ্যানের গ্রাফটা উন্নতি করার লক্ষ্য নিয়ে ব্ল্যাকউড বলেন, 'এই বছর রান পেয়েছি। গত বছরও ভালো ক্রিকেট খেলেছিলাম। সেটাই এগিয়ে নিয়ে যেতে চাই। বিশ্বের অন্যতম সেরা দল ভারত। আমাদের লড়াই করতে হবে। দলে এমন ক্রিকেটার রয়েছে যারা এটা করতে পারবে।'
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে আগামী ১২ জুলাই। সিরিজের প্রথম টেস্টটি হবে ডমিনিকাতে। এরপর কুইন্স পার্কে আগামি ২০ জুলাই থেকে শুরু হবে দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচটিই হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ১০০তম টেস্ট।